ওয়ানডে অধিনায়কত্ব পেয়েছিলেন শ্রীলঙ্কা সফরের ঠিক আগেই। আর সফরের সূচনা হচ্ছে টেস্ট দিয়ে, যেখানে মেহেদী হাসান মিরাজ দলের অন্যতম নির্ভরযোগ্য পারফর্মার। তিনি টেস্ট দলের সহ-অধিনায়ক এবং গত চক্রে বাংলাদেশের হয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপে সর্বোচ্চ রান সংগ্রাহকও ছিলেন। কিন্তু শ্রীলঙ্কা পৌঁছেই ভাইরাল জ্বরে আক্রান্ত হয়েছেন এই অলরাউন্ডার।
এ কারণে দুই দিন দলের সঙ্গে অনুশীলন করতে পারেননি মিরাজ। গল আন্তর্জাতিক স্টেডিয়ামে আগামীকাল শুরু হতে যাওয়া প্রথম টেস্টে তিনি খেলতে পারবেন কি না, এ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এ বিষয়ে বলেছেন, ‘‘মিরাজের অবস্থা আগের চেয়ে ভালো। তবে এখনো পর্যবেক্ষণে আছে। আগের থেকে ভালো অবস্থায় আছে।’’
প্রধান কোচ ফিল সিমন্স আগের দিন জানিয়েছিলেন, মিরাজকে নিয়ে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবেন তাঁরা। যদিও দলীয় সূত্র জানিয়েছে, জ্বর অনেকটাই সেরে গেলেও অনুশীলনে অংশ না নেওয়ায় গল টেস্টে তার খেলার সম্ভাবনা কম। তবে নিশ্চিত সিদ্ধান্ত নেওয়া হবে ম্যাচ শুরুর দিন সকালে।
উল্লেখ্য, মিরাজ যে ভাইরাল জ্বরে আক্রান্ত হয়েছেন, তা ডেঙ্গু বা চিকুনগুনিয়া নয়। সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে ২৫ জুন। এরপর তিন ম্যাচের ওয়ানডে ও টি–টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা।