মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ১২:২৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

দেশে এক লাখ ৮২২ জন শিক্ষক নিয়োগে ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ

ডেস্ক নিউজ
  • আপডেট সময় সোমবার, ১৬ জুন, ২০২৫
  • ৩৮ বার পড়া হয়েছে
দেশে এক লাখ ৮২২ জন শিক্ষক নিয়োগে ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ

দেশের এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক সংকট মোকাবিলায় এক লাখ ৮২২ জন শিক্ষক নিয়োগের জন্য ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। সোমবার (১৬ জুন) বিকালে সদস্য মো. শাহাদাত হোসেনের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আবেদন শুরু হবে ২২ জুন থেকে ১০ জুলাই রাত ১২টা পর্যন্ত। আবেদন ফি জমা দেওয়া যাবে ১৩ জুলাই পর্যন্ত। নিয়োগ দেওয়া হবে এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা প্রতিষ্ঠানে। নিয়োগের শূন্যপদগুলোর মধ্যে স্কুল ও কলেজে ৪৬ হাজার ২১১টি, মাদ্রাসায় ৫৩ হাজার ৫০১টি এবং কারিগরি ও ব্যবসায় প্রতিষ্ঠানে ১ হাজার ১১০টি পদ রয়েছে।

আবেদনের যোগ্যতার শর্তে বলা হয়েছে, প্রার্থীর বয়সসীমা ৪ জুন ২০২৫ তারিখে সর্বোচ্চ ৩৫ বছর হতে হবে। এ সময় ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশিত হয়েছে। পাশাপাশি নিবন্ধন সনদের মেয়াদ ফল প্রকাশের তারিখ থেকে তিন বছরের মধ্যে থাকতে হবে। শর্ত পূরণ না হলে আবেদন গ্রহণযোগ্য হবে না।

প্রত্যেক প্রার্থী শূন্যপদের তালিকা থেকে সর্বোচ্চ ৪০টি প্রতিষ্ঠানে আবেদন দিতে পারবেন। আবেদন ফি এক হাজার টাকা এবং আবেদন করা যাবে এনটিআরসিএ ও টেলিটকের ওয়েবসাইটে। ফি না জমালে আবেদন বাতিল হবে।

বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে, মিথ্যা তথ্য দিলে সুপারিশ বাতিলসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তবে স্থানীয় শিক্ষা কর্মকর্তাদের মাধ্যমে সংগৃহীত চাহিদাজনিত ভুলের দায় এনটিআরসিএ নেবে না।

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ শিক্ষা মন্ত্রণালয়ের অধীন একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, যা ২০০৫ সাল থেকে শিক্ষক নিবন্ধন পরীক্ষার মাধ্যমে প্রার্থীদের যাচাই করে নিয়োগ সুপারিশ করে আসছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2025 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com