“তারুণ্যের অংশগ্রহণে খেলাধুলার মানোন্নয়ন” স্লোগানে ও ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৪-২৫ এর আওতায় কিশোরগঞ্জের নিকলী উপজেলায় সাতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ জুন) উপজেলার পরিষদ পুকুরে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহানা মজুমদার মুক্তি।
কিশোরগঞ্জ জেলা ক্রীড়া অফিসার আল আমিন সবুজ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ নুরুজ্জামান হাবিব।
গত ২৬ এপ্রিল আনুষ্ঠানিকভাবে এ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। প্রশিক্ষণে ২৫ জন বালক এবং ১৫ জন বালিকা অংশগ্রহণ করে। দীর্ঘ ছয় সপ্তাহের এই কার্যক্রমে প্রশিক্ষণার্থীদের প্রাথমিক সাতার শিক্ষা, পানিতে বাঁচার কৌশল ও আত্মরক্ষামূলক বিভিন্ন দিক সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জলবেষ্টিত বাংলাদেশের প্রেক্ষাপটে সাতার শেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিশোর-তরুণদের সুস্থ ও সঠিকভাবে গড়ে তুলতে এই ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠান শেষে প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।