রবিবার, ০২ নভেম্বর ২০২৫, ০২:২৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

রাজকীয় জয়ে বাংলাদেশের সিরিজ জয়

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ৫৭ বার পড়া হয়েছে
রাজকীয় জয়ে বাংলাদেশের সিরিজ জয়

জয়ে শুরু, দ্বিতীয় ম্যাচে সুপার ওভারের নাটকীয়তায় সিরিজে সমতায় ফেরে ওয়েস্ট ইন্ডিজ। তবে স্পিনারদের কাঁধে চেপে বৃহস্পতিবার তৃতীয় ম্যাচ বাংলাদেশের দাপুটে জয়। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ২৯৭ রানের লক্ষ্য দিয়ে নাসুম আহমেদ-তানভীর ইসলামরা ক্যারিবিয়ানদের গুটিয়ে দিলেন ১১৭ রানে। ১১৯ বল হাতে রেখে পাওয়া ১৭৯ রানের এই জয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতল বাংলাদেশ।

সব মিলিয়ে রানের হিসেবে পাওয়া দ্বিতীয় সর্বোচ্চ ব্যবধানের জয় বাংলাদেশের। উইন্ডিজের বিপক্ষে এর আগে সর্বোচ্চ ১৬০ রানের ব্যবধানে জেতার রেকর্ড ছিল বাংলাদেশের। তৃতীয় ওয়ানডেতে ক্যারিবিয়ানদের হারিয়ে সেই রেকর্ড নতুন করে লিখলেন মেহেদী হাসান মিরাজরা। 

প্রায় দেড় বছর পর ওয়ানডে সিরিজ জিতল বাংলাদেশ। সর্বশেষ সিরিজ জয় এসেছিল ২০২৪ সালের মার্চে শ্রীলংকার বিপক্ষে। এরপর টানা হেরেছে তিন সিরিজে। ওয়ানডে ফরম্যাটে টানা এই ব্যর্থতার পর এই সিরিজ জয় এসেছে স্বস্তির হাওয়া হয়ে। অবশ্য মিরপুরের কালো মাটির টার্নিং উইকেটে পাওয়া এই জয় সমালোচনার খোড়াকও দিচ্ছে।

সেই ধারাবাহিকতায় ২৯৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই বাংলাদেশের স্পিন জাদুতে খাবি খায় ওয়েস্ট ইন্ডিজ। ইনিংসের পঞ্চম ওভারে আলিক আথানেজকে ফিরিয়ে প্রথম ধাক্কা দেন নাসুম, লেগ বিফোর হন এই বাঁহাতি ওপেনার। টপ অর্ডারের বাকি দুই ব্যাটারও নাসুমের শিকার। আকিম অগাস্টে হয়েছেন এলবিডল্বিউ, সর্বোচ্চ ১৮ রান করা  ব্র্যান্ডন কিং ফিরেছেন বোল্ড হয়ে।

আগের ম্যাচে ফিফটি করে দলকে সিরিজে টিকিয়ে রাখা শাই হোপ আজ ফিরেছেন তানভীরের বলে নাজমুল হোসেন শান্তর হাতে ক্যাচ দিয়ে। ডানহাতি এই ব্যাটার করেছেন মাত্র ৪ রান। তানভীরের দ্বিতীয় শিকার কেসি কার্টি। শর্ট লেংথের বলে ড্রাইভ করতে গিয়ে কভারে ক্যাচ দিয়েছেন ব্যক্তিগত ১৫ রানে।তাদের সাথে রিশাদ হোসেনের দারুণ প্রথম স্পেলে ৬৭ রানের মধ্যেই প্রথম সাত ব্যাটারকে হারায় উইন্ডিজ। অবশ্য নাসুমের শুরুর স্পেলেই নির্ধারিত হয়ে যায় ম্যাচের ভাগ্য। তিনটি করে উইকেটে নিয়েছেন নাসুম ও রিশাদ। দুটি করে পেয়েছেন মিরাজ ও তানভীর।

এর আগে সাইফ আর সৌম্যর ব্যাটে বাংলাদেশ যে শুরুটা পেয়েছিল, তাতে ৩০০ কিংবা স্কোরকার্ডে ৩২০ এর বেশি রান দেখার সম্ভাবনা ছিল অনেক বেশি। ৪৫ ইনিংস পর এই দুজনের ব্যাটে ওপেনিং জুটিতে শতরানের বেশি দেখেছে বাংলাদেশ। ১৭৬ রানের জুটিতে দুজন যেভাবে ব্যাট চালিয়েছেন, তাতে মিরপুরের দর্শকের পয়সা উসুল। ১৫২ বল উইকেটে ছিলেন দুজন, কিন্তু দুর্ভাগ্যবশত কিংবা তাড়াহুড়োতেই কিনা দুজনই মিস করে বসলেন সেঞ্চুরি। ব্যক্তিগত ৮০ রানে সাইফ নিজের উইকেট দিয়েছেন রস্টন চেইজকে। ব্যক্তিগত ৯১ রানে থাকাকালীন আকিল হোসেনকে স্লগ সুইপ করে মিড উইকেটে ক্যাচ দেন সৌম্য। অথচ দুজনই দুবার ক্যাচ দিয়ে জীবন পেয়েছেন ইনিংসের শুরুর দিকে।

মিরপুরের উইকেটে অবশ্য তাদের চেয়ে বেশি রান কেউ ওপেনিং জুটিতে তুলতে পারেননি। এই জুটির পথে ছয়টি করে ছক্কা ও চার মেরেছেন সাইফ, সৌম্যর ব্যাট থেকে এসেছে সাত চার ও চারটি ছক্কা। অবশ্য তাদের রেখে যাওয়া সুবিধাজনক অবস্থানে থেকেও দলকে ৩০০ পেরিয়ে নিতে না পারার ব্যর্থতা বর্তাচ্ছে মিডল অর্ডার ব্যাটারদের কাঁধে। ইনিংসের ৩২ তম ওভার ২০০ পার হয়েও ৫০ ওভার শেষে ৮ উইকেটে ২৯৬। আরো একবার ফুটিয়ে তুলেছে ডেথ ওভারে ব্যাটিংয়ে বাংলাদেশের ব্যর্থতা।  

হ্যাঁ, দুইবার ক্যাচ তুলেও জীবন পাওয়া শান্ত ৪৪ রানের ইনিংস ঠিকই খেলেছেন, তবে নুরুল হাসান সোহান, মাহিদুল ইসলাম, মেহেদী মিরাজদের ব্যর্থতায় ছোঁয়া হয়নি ৩০০। আকিল হোসেন একাই নিয়েছেন ৪ উইকেট, এর মধ্যে নিজের নবম ওভারেই নিয়েছেন তিনটি। মূলত সেই ওভারেই বড় ধাক্কা খায় বাংলাদেশ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2025 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com