কিশোরগঞ্জের হোসেনপুরে রাতের আঁধারে এক কৃষকের জমির পাকা কাটা ধান নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় কান্নায় ভেঙে পড়েছেন ক্ষতিগ্রস্ত কৃষক চন্দুমিয়া ও স্ত্রী মোছাঃ শামসুন্নাহার । স্থানীয়রা জানান, উপজেলার জিনারী ইউনিয়নের চর জিনারী গ্রামের কৃষক চন্দু মিয়া কিছু নিজস্ব জমি সম্পত্তি রয়েছে। আরো কিছু জমি চর জিনারী মৌজা , দাগ নং-৭১৯,৭২০,৫৯১ থেকে প্রায় ৮৫ শতক জমি তার পিতা নিজাম উদ্দিনের কাছ থেকে লিখিত ভাবে স্বাক্ষী গণের মধ্যেমে ৪ লক্ষ ৫০ হাজার টাকায় বন্ধক রাখেন ।
কৃষক চন্দু মিয়া বলেন, ২০১৯ সাল ধরে উক্ত জমি আমি ভোগ দখল করে আছি। হঠাৎ আমার বন্ধকী জমির উপর কুদৃষ্টি পড়েছে তারেই সহধর ভাই মানিকের। জমির টাকা ফেরত না দিয়ে মানিক ও তার পিতা নিজাম উদ্দিন বিভিন্ন হয়রানী ও মিত্যা মালা দিয়ে সে জমি জবর দখলের চেষ্টা করে ছিলো। গত শুক্রবার রাতের আঁধারে ট্রাক দিয়ে আটি বাধাঁ ধান চুরি করে কয়েক দফা নিয়ে যাবার সময় এলাকাবাসী দেখে ফেলায় মানিক সহ আরো দশ বারো জন ট্রাক রেখে পালিয়ে গেলেও আটক হন চালক রানা মিয়া। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হবে বলে জানান চন্দু মিয়া । বিষয়টি নিষ্পত্তির জন্য আগে কয়েক দফা সালিশী বৈঠকে সমধান হলেও মানিক ও তার চোর বাহিনী নিয়ে রাতের আঁধারে চুরি করে জমির পাকা কাটা ধান নিয়ে যায়। এতে প্রায় ৪০ থেকে ৪৫ হাজার টাকার ক্ষতি হয়েছে।
ট্রাক চালক রানা মিয়া জানান, আমি গরীব মানুষ ট্রাক চালিয়ে জীবনযাপন করি, মালিক বলেছে রাতে ধান নিতে হবে মানিকের বাড়িতে তাই আমি নিতে এসেছিলাম কিন্ত সবাই আমাকে রেখে পালিয়ে গেলে বুঝতে পারি এ গুলো চুরির ধান।
সোমবার সরেজমিনে গিয়ে দেখা যায়, জমির বিভিন্ন স্থানে আটি বাঁধা ধান ছড়িয়ে ছিটিয়ে রয়েছে । খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে হোসেনপুরন থানা পুলিশ।
অভিযোগের ব্যাপারে মানিকের সাথে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি। তাঁর বাড়িতে গিয়েও তাকে পাওয়া যায়নি।