মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ০১:৩৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

লন্ডনে আজ ড. ইউনূস ও তারেক রহমানের গুরুত্বপূর্ণ বৈঠক

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শুক্রবার, ১৩ জুন, ২০২৫
  • ৩৭ বার পড়া হয়েছে
লন্ডনে আজ ড. ইউনূস ও তারেক রহমানের গুরুত্বপূর্ণ বৈঠক

আজ শুক্রবার (১৩ জুন) লন্ডনের স্থানীয় সময় সকাল ৯টায় (বাংলাদেশ সময় দুপুর ২টা) পার্ক লেনের হোটেল ডোরচেস্টারে মুখোমুখি হচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দুই শীর্ষ নেতার এই বৈঠককে ঘিরে দেশ-বিদেশের রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে তুমুল আলোচনা।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, ড. ইউনূস যে হোটেলে অবস্থান করছেন, সেখানেই এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। তার মতে, এই বৈঠক রাজনীতির গতিপথ বদলে দিতে পারে। “এটি সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনা, যার জাতীয় ও আন্তর্জাতিক প্রভাব পড়বে,” বলেন তিনি।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, বৈঠকটির কোনো নির্দিষ্ট কাঠামো না থাকলেও তারেক রহমানের রাজনৈতিক গুরুত্বের কারণে এই বৈঠক তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে।

বৈঠকে যেসব বিষয় আলোচনায় আসতে পারে বলে ধারণা করা হচ্ছে: বাংলাদেশের চলমান রাজনৈতিক সংকট, আসন্ন জাতীয় নির্বাচনের সময়সীমা ও রূপরেখা, নির্বাচনপূর্ব সংস্কার, আলোচিত ‘জুলাই চার্টার’ বিষয়ক পর্যালোচনা, রাজনৈতিক সমঝোতা ও কৌশলগত পরিকল্পনা।

প্রসঙ্গত, ড. ইউনূস সম্প্রতি জানিয়েছেন, নির্বাচন আয়োজনের লক্ষ্যে সরকার আগামী এপ্রিলের প্রথমার্ধকে বিবেচনায় নিচ্ছে। অন্যদিকে, বিএনপি বরাবরই ২০২৪ সালের ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দাবি করে আসছে। এ অবস্থায় উভয় পক্ষের মধ্যে একটি সংলাপ ও সমঝোতার প্রয়োজনীয়তা দিনে দিনে স্পষ্ট হচ্ছে।

জানা গেছে, এই বৈঠকের প্রস্তাব এসেছিল ড. ইউনূসের পক্ষ থেকেই। তিনি সরাসরি তারেক রহমানকে আলোচনায় বসার আমন্ত্রণ জানান।

রাজনৈতিক অচলাবস্থা নিরসনে এবং একটি গ্রহণযোগ্য নির্বাচনের পথ সুগম করতে আজকের এই বৈঠক গুরুত্বপূর্ণ একটি মাইলফলক হয়ে উঠতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2025 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com