শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ০২:১৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

রোহিঙ্গাদের জন্য ২৭ মিলিয়ন পাউন্ড সহায়তা দিচ্ছে যুক্তরাজ্য

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ১০৩ বার পড়া হয়েছে
রোহিঙ্গাদের জন্য ২৭ মিলিয়ন পাউন্ড সহায়তা দিচ্ছে যুক্তরাজ্য

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য নতুন করে ২৭ মিলিয়ন পাউন্ডের মানবিক সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে যুক্তরাজ্য। এ সহায়তায় কক্সবাজার ও আশপাশের এলাকায় অবস্থানরত পাঁচ লাখেরও বেশি রোহিঙ্গা এবং ঝুঁকিপূর্ণ স্থানীয় জনগোষ্ঠী উপকৃত হবেন।

ঢাকায় ব্রিটিশ হাইকমিশনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মিয়ানমারে রোহিঙ্গা ও অন্যান্য সংখ্যালঘু জনগোষ্ঠীর পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চ পর্যায়ের সম্মেলনে এই সহায়তার ঘোষণা দেওয়া হয়।

এ অর্থায়নের আওতায় খাদ্য, আশ্রয়, বিশুদ্ধ পানি, স্যানিটেশন, স্বাস্থ্যসেবা ও অন্যান্য জরুরি পরিষেবা প্রদান করা হবে। পাশাপাশি প্রায় ১ লাখ ৭৫ হাজার নারী ও কিশোরী যৌন ও প্রজনন স্বাস্থ্যসেবা পাবেন। যৌন ও শারীরিক নির্যাতনের শিকারদের জন্যও বিশেষ সহায়তার ব্যবস্থা থাকবে।

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার বলেন, “এই অর্থায়ন সরাসরি মাঠপর্যায়ে মানুষের জীবনমান উন্নত করবে। এতে রোহিঙ্গাদের পাশাপাশি স্থানীয় বাংলাদেশি জনগোষ্ঠীও উপকৃত হবেন।” তিনি আরও বলেন, সহিংসতার কারণে বাস্তুচ্যুতরা যাতে তাদের প্রাপ্য সুরক্ষা, মর্যাদা ও সুযোগ পান, যুক্তরাজ্য তা নিশ্চিত করতে কাজ চালিয়ে যাবে।

২০১৭ সাল থেকে যুক্তরাজ্য রোহিঙ্গা সংকটে ইতোমধ্যে ৪৪৭ মিলিয়ন পাউন্ডের বেশি সহায়তা দিয়েছে—যা আন্তর্জাতিক ত্রাণ প্রচেষ্টায় অন্যতম বড় অবদান। সর্বশেষ এই প্রতিশ্রুতি বাংলাদেশের পাশাপাশি বৈশ্বিক অংশীদারদের সঙ্গে কাজ করে বাস্তুচ্যুত জনগোষ্ঠীর জন্য স্থিতিশীলতা ও টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করার লন্ডনের অঙ্গীকারকে তুলে ধরে।

এই অর্থায়ন আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম), বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি), ইউএনএইচসিআর, ইউনিসেফ, ইউএনএফপিএসহ বিশ্বস্ত আন্তর্জাতিক সংস্থা ও এনজিওগুলোর মাধ্যমে পরিচালিত হবে। সহায়তার মূল খাতগুলোর মধ্যে রয়েছে ক্যাম্প ব্যবস্থাপনা, খাদ্য সহায়তা, স্বাস্থ্যসেবা, শিক্ষা, দক্ষতা উন্নয়ন, জলবায়ু সহনশীল কৃষি ও প্রতিবন্ধী ব্যক্তিদের সহায়তা।

যুক্তরাজ্য আরও জানিয়েছে, মিয়ানমারে বাস্তুচ্যুতির মূল কারণ নিরসন এবং রাখাইনে মানবিক সহায়তা নিশ্চিত করতে টেকসই আন্তর্জাতিক সমন্বয় অত্যন্ত জরুরি। পাশাপাশি বাংলাদেশ-যুক্তরাজ্যের ঐতিহাসিক অংশীদারিত্বকে তারা পুনর্ব্যক্ত করেছে, যা উন্নয়ন, বাণিজ্য, জলবায়ু সহযোগিতা ও কমনওয়েলথের মাধ্যমে আরও গভীর হচ্ছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2025 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com