কিশোরগঞ্জের হোসেনপুরের পুমদী ইসলামিয়া উচ্চ বিদ্যালয় সম্মেলন কক্ষে “মাদকের বিরুদ্ধে হই সচেতন, বাঁচাই প্রজন্ম, বাঁচাই জীবন” প্রতিপাদ্যে এক মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ সমাবেশে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি ও জেলা কৃষকদলের আহ্বায়ক অ্যাডভোকেট মাজহারুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাহিদ ইভা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোসেনপুর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মোহাম্মদ তোফাজ্জল হোসেন, সহকারী কমিশনার (ভূমি) মোহসী মাসনাদ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ এমদাদুল হক এবং বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ জাকির হোসেন।
সমাবেশের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে অতিথিবৃন্দ শিক্ষার্থীদের উদ্দেশ্যে মাদকের ক্ষতিকর দিক ও সচেতনতার প্রয়োজনীয়তা বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিকসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।