সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ফরহাদ হাসান সানী (৪৫) নামে এক প্রবাসী বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতের বাড়ি কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার চরফরাদী ইউনিয়নের হিজলীয়া গ্রামে।
রবিবার (৫ অক্টোবর) দুপুরে নিহতের ছোট ভাই জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পূর্ণবাসন প্রতিষ্ঠানের (পঙ্গু হাসপাতাল) সার্জন ডা. মো. দ্বীন ইসলাম মিঠু বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে শনিবার (৪ অক্টোবর) বাংলাদেশ সময় রাত ১০টার দিকে সৌদি আরবের তাবুক শহরের প্রিন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
নিহতের চাচাত ভাই মেহেদী হাসান রাকিব জানান, শনিবার বাংলাদেশ সময় রাত ৯টার দিকে ফরহাদ হাসান সানী, তার ছোট ভাই রিটন ও আরও একজন সহকর্মী ডিউটি শেষে প্রাইভেটকারে বাসায় ফিরছিলেন। পথে হঠাৎ গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিলারের সঙ্গে সজোরে ধাক্কা খেলে গাড়িটি দুমড়েমুচড়ে যায়। এতে ফরহাদ হাসান সানী গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে তাবুক প্রিন্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তার মৃত্যুতে পরিবার ও এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।
নিহতের ছোট ভাই ডা. মো. দ্বীন ইসলাম মিঠু বলেন, আমার বড় ভাই দীর্ঘ ২২ বছর ধরে সৌদি আরবে কর্মরত ছিলেন। মা-বাবা কেউ বেঁচে নেই, তিনিই আমাদের পরিবারের বড় ছিলেন। বর্তমানে দুতাবাসের সঙ্গে যোগাযোগ করে তার মরদেহ দ্রুত দেশে আনার প্রক্রিয়া চলছে।