কিশোরগঞ্জে তারুণ্যের উৎসব উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে দীর্ঘদিন পর আবারও গ্রাম বাংলার ঐতিহ্যবাহী আন্তঃউপজেলা কাবাডি প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলে জেলা শহরের পুরাতন স্টেডিয়াম মাঠে এ প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা প্রশাসক ফৌজিয়া খান।
এসময় আরও উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল হাসান মারুফ, হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাহিদ ইভা, কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম, জেলা জামায়াতে ইসলামী আমির অধ্যক্ষ রমজান আলী ও কিশোরগঞ্জ জেলা ক্রীড়া অফিসার মো: আল-আমীন (অতিরিক্ত দায়িত্ব)। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, জেলা ক্রীড়া অফিস, জেলা ক্রীড়া সংস্থা, শিক্ষক, কোচ, খেলোয়াড় ও ক্রীড়া সংগঠকেরা উপস্থিত ছিলেন।
কিশোরগঞ্জ জেলার ১৩ টি উপজেলা নিয়ে আয়োজিত এ টুর্নামেন্টে ফাইনালে মুখোমুখি হয় কিশোরগঞ্জ সদর উপজেলা বনাম হোসেনপুর উপজেলা কাবাডি দল। ফাইনালে ৪২-১৩ পয়েন্টের ব্যবধানে কিশোরগঞ্জ সদর উপজেলা চ্যাম্পিয়ন হয়।
এসময় বক্তারা বলেন, খেলাধুলা তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে সুস্থ সংস্কৃতি, শৃঙ্খলা ও আত্মবিশ্বাস গঠনে ভূমিকা রাখে। তাই নিয়মিত ক্রীড়া আয়োজনের মাধ্যমে তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার আহ্বান জানান তারা।
মাঠে কাবাডি টুর্নামেন্ট পরিচালনায় ছিলেন কিশোরগঞ্জ ক্রীড়া সংস্থার সদস্য আর হাসান চৌধুরী (রিপেল), নুরুল ইসলাম খান শামীম, আব্দুল্লাহ মানু, বাঁধন ও রবীন।
ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২৬ এর অংশ হিসেবে কিশোরগঞ্জ জেলা ক্রীড়া অফিস ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় এ প্রতিযোগিতা আয়োজন করা হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।