শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ০২:০৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের স্বীকৃতি ও পুনর্বাসনের দাবিতে কিশোরগঞ্জে স্মারকলিপি

মো: আল-আমীন, স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ৪৭ বার পড়া হয়েছে

জুলাই গণঅভ্যুত্থান ২০২৪-এ নিহত ও আহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি, আইনি নিস্পত্তি এবং পুনর্বাসনের দাবিতে কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

রবিবার (১২ অক্টোবর) সকালে কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে এ স্মারকলিপি প্রদান করেন ওয়ারিয়ার্স অব জুলাই কিশোরগঞ্জ জেলার সদস্যরা।

স্মারকলিপিতে বলা হয়, জুলাই ২০২৪ সালে স্বৈরাচারবিরোধী গণঅভ্যুত্থানে অংশ নিয়ে দেশের বিভিন্ন স্থানে অসংখ্য মানুষ নিহত, আহত ও নিখোঁজ হন। শহিদ ও আহতদের প্রতি রাষ্ট্রীয়ভাবে শ্রদ্ধা জানানো এবং সত্য উদঘাটন কমিশন গঠন করে ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানানো হয়।

জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের স্বীকৃতি ও পুনর্বাসনের দাবিতে স্মারকলিপি

স্মারকলিপিতে উত্থাপিত প্রধান প্রধান কয়েকটি দাবিসমূহঃ

১. জুলাই গণঅভ্যুত্থান ২০২৪-এর শহিদ ও আহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে।
২. নিহত ও আহতদের পরিবারের সদস্যদের পুনর্বাসন ও ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে।
৩. ‘সত্য ও ন্যায় কমিশন’ (Truth & Justice Commission) গঠন করে ঘটনার পূর্ণ তদন্ত ও দায়ীদের বিচারের আওতায় আনতে হবে।
৪. গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের স্মরণে জাতীয় শোক দিবস ঘোষণার উদ্যোগ নিতে হবে।
৫. প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে স্মৃতিফলক নির্মাণ করে তাদের স্মৃতি সংরক্ষণ করতে হবে।

স্মারকলিপি প্রদানকালে বক্তারা বলেন, “গণঅভ্যুত্থানের শহিদ ও আহতদের প্রতি সম্মান জানানো শুধু মানবিক দায়িত্ব নয়, এটি জাতির ইতিহাস ও ন্যায়বিচারের প্রশ্ন।”

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2025 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com