কিশোরগঞ্জের তাড়াইলে পাওনা টাকার জন্য অন্তঃসত্তাকে গুরুতর জখম করেছে পলি মেডিকেল হলের মালিক ওষুধ ব্যবসায়ী নজরুল মিয়া। এ বিষয়ে স্বামী নয়ন মিয়া মঙ্গলবার (৪ নভেম্বর) তাড়াইল থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ থেকে জানা যায়, তাড়াইল সাব-রেজিস্ট্রি অফিসের সামনে পলি মেডিকেল হলের মালিক নজরুল মিয়ার দোকান থেকে দামিহা ইউনিয়নের কাজলা গ্রামের নয়ন মিয়ার ভাই ওহিদ মিয়া বাকীতে দুই হাজার ২০০ টাকার ওষুধ ক্রয় করেন।
নয়ন মিয়া অভিযোগে আরও উল্লেখ করেন, গত রোববার (২ নভেম্বর) একটি জমির দলিল করার জন্য সাব রেজিস্ট্রি অফিসে আসি। কাজের ফাঁকে অফিসের বাহিরে আসলে বাদী নজরুল মিয়া ও তার সাথে থাকা লোকজন আমাকে সহ আমার সাথে থাকা সাজেদুল ইসলাম ও নুরু মিয়াকে টানা-হেচড়া করে ওষুধের দোকানের ভিতরে নিয়ে যায় এবং আমাদের এলোপাথারী মারপিট করে রক্তাক্ত জখম করেন। এ সময় আমার ৪ মাসের অন্তঃসত্তা স্ত্রী তামান্না ও শ্যালক সাজেদুলকে নাকে মুখে এলোপাথারী কিল ঘুষি মেরে গুরুতর রক্তাক্ত জখম করে নাকের স্বর্ণের ফুল, গলার স্বর্নের চেইন সহ টাকা-পয়সা ছিনিয়ে নেয়। এসব দেখে লোকজন আগাইয়া এসে আমাদের উদ্ধার করে তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করান।
.
বাদী নয়ন মিয়া বলেন, ফার্মেসির মালিক নজরুল মিয়া টাকা পাবে আমার ভাই ওহিদ মিয়ার কাছে। তাহলে আমাদের উপর কেন এ হামলা। আমার ৪ মাসের অন্তঃসত্তা স্ত্রীকে গুরুতর আহত করেছে, প্রশাসনের কাছে আমি এর সুষ্ঠ বিচার দাবি করছি।
.
তাড়াইল থানা (ভারপ্রাপ্ত) পুলিশ কর্মকর্তা সাব্বির রহমান বলেন, কাজলা গ্রামের নয়ন মিয়ার একটা লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।