ফিউচার ড্রিম স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষার আয়োজন করা হয়েছে।
শনিবার (১৫ নভেম্বর) সকালে স্কুলের নিজস্ব ক্যাম্পাসে মার্স (MAARS) ফাউন্ডেশনের সহযোগিতায় এবং স্কুল কর্তৃপক্ষের উদ্যোগে এই বিশেষ কর্মসূচি পালিত হয়। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসের টেকনোলজিস্টগণ এই গুরুত্বপূর্ণ কার্যক্রমটি পরিচালনা করেন। এসময় বিপুল সংখ্যক শিক্ষার্থী এবং তাদের অভিভাবক স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
এ বিষয়ে মার্স ফাউন্ডেশন এর প্রেসিডেন্ট জনাব মুহাইমিনল ইসলাম আরিফ বলেন, রক্তের গ্রুপ জানাটা অত্যন্ত প্রয়োজনীয়। শিক্ষার্থীরা যেন শিশুকাল থেকেই নিজেদের এ বিষয়ে অবগত হতে পারে, সেজন্যই এই উদ্যোগ।

ফিউচার ড্রিম স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নিশ্চিত করেন, আমাদের স্কুলের আইডি কার্ডে রক্তের গ্রুপ লেখা বাধ্যতামূলক। এই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পেরে আমরা আনন্দিত এবং সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের অনুপ্রাণিত করেছে। তিনি প্রোগ্রামটি সফলভাবে বাস্তবায়ন করার জন্য শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।