রবিবার, ২২ জুন ২০২৫, ০৮:২১ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

তাড়াইল উপজেলা বিএনপি’র দ্বি বার্ষিক সম্মেলনে সভাপতি লিটন সাধারণ সম্পাদক আলম

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ১০২ বার পড়া হয়েছে
তাড়াইল উপজেলা বিএনপি’র দ্বি বার্ষিক সম্মেলনে সভাপতি লিটন সাধারণ সম্পাদক আলম

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলনে বিনা প্রতিদ্বন্দ্বিতার সভাপতি নির্বাচিত হয়েছেন সারোয়ার হোসেন লিটন ও পাঁচজন সাধারণ সম্পাদক পদপ্রার্থীর মাঝে উপজেলার সাতটি ইউনিয়নের ৪৯৭ ভোটের মাঝে দেয়াল ঘড়ি মার্কায় ১৬০ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সারোয়ার আলম।

বুধবার (৩০ এপ্রিল) তাড়াইল সাচাইল দারুল হুদা কাছেমুল উলুম মাদরাসা মাঠে উপজেলা বিএনপির আহ্বায়ক ছাইদুজ্জামান মোস্তফার সভাপতিত্বে ও ১ নম্বর যুগ্ম আহ্বায়ক সারোয়ার হোসেন লিটনের সঞ্চালনায় উপজেলা বিএনপির দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল। তিনি শেখ মুজিবকে উদ্দেশ্য করে বলেন, যুদ্ধের সময় দেশ ছেড়ে তাদের নেতা (শেখ মুজিবুর রহমান) পালিয়ে গেলেন। নেতা এলেন বিদেশ থেকে। এদেশের জনগণ ভালোবাসার কমতি দেখায় নাই। এয়ারপোর্টে গিয়েছে লাখ লাখ জনতা। আপনি যুদ্ধে ছিলেন না, তারপরও আপনাকে স্বাগত জানাতে গেছে। ভালোবাসা দিতে ভুল করে নাই। কিন্তু তিনি কি করলেন, যারা আপনাকে নেতা বানালেন তাদের ওপরই বাকশালি স্টিমরোলার চালালেন। দলের নেতাকর্মীদের উদ্দেশ্য তিনি বলেন, নেতার সঙ্গে যতক্ষণ জনগণ থাকে ততক্ষণ নেতার গায়ে কেউ ছোঁয়ার সাহস পায় না। নেতার সঙ্গে যখন জনগণ থাকে না, তখন মশাও নেতাকে ঠোকর মারে। স্বৈরশাসক শেখ হাসিনা ও তার সরকারের পতনের পর মুক্ত পরিবেশে আয়োজিত সম্মেলন ঘিরে বিএনপির তৃণমূলে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। দায়িত্বপ্রাপ্ত নেতাসহ সম্ভাব্য পদপ্রত্যাশী ও উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশে উপস্থিত হোন।
.
২০১৬ সালে উপজেলা বিএনপি’র সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। এরপর এ কমিটি ভেঙ্গে ২০২১ সালের অক্টোবর মাসের ৪ তারিখে আহ্বায়ক কমিটি গঠন করা হয়। দীর্ঘ বিরতির পর সম্মেলন হওয়ায় উপজেলা জুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি শরীফুল আলম। বক্তব্য রাখেন, সহসাংগঠনিক সম্পাদক শাহ ওয়ারেছ আলী মামুন ও আবু ওয়াহাব আকন্দ, কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, সহ সভাপতি জাহাঙ্গীর আলম মোল্লা, রুহুল হুসাইন, কিশোরগঞ্জ সদর উপজেলা বিএনপির সভাপতি খালেদ সাইফুল্লাহ সোহেল, সাধারণ সম্পাদক হাজী ইসরাইল মিয়া প্রমূখ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2025 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com