বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল হোসেনপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়ন শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার বিকেলে উপজেলার ৩নং গোবিন্দপুর ইউনিয়নে লাউ তলি বাজারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান শফিকুল ইসলাম ভূইয়া হিমেল, উপজেলা মৎস্যজীবি দলের আহ্বায়ক মোঃ রফিকুল ইসলাম অর্জুন, ইমরান খান সদস্য সচিব উপজেলা মৎস্যজীবি দল, মো: সাইফুল ইসলাম সভাপতি উপজেলা শাখা নবীন দল, মো; জিয়া উদ্দিন সাধারণ ৩ নং গোবিন্দপুর ইউনিয়ন বিএনপি,মো: রিমন মিয়া হোসেনপুর পৌর ছাত্র দলের সদস্য সচিব, মো: আল আমিন উপজেলা মৎস্য দলের যুগ্ম আহ্বায়ক, মো: আউয়াল উপজেলা মৎস্য দলের যুগ্ম আহ্বায়ক, মো: সুমন মিয়া উপজেলা মৎস্য দলের যুগ্ম আহ্বায়ক, মো: আজহারুল ইসলাম স্বপন সাবেক যুগ্ম আহ্বায়ক গোবিন্দপুর ইউনিয়ন বিএনপি প্রমুখ। অনুষ্ঠান শেষে মো: আকিবুর রহমান কে আহ্বায়ক ও মোঃ এরশাদ মিয়াকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করে ২১ সদস্য বিশিষ্ট মৎস্যজীবি দলের গোবিন্দপুর ইউনিয়নে আহ্বায়ক কমিটির অনুমোদন দেন উপজেলা কমিটি বৃন্দ।