এশিয়ান কাপ বাছাইপর্বের বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচনিয়ে উত্তেজনা তুঙ্গে একেবারে। প্রিয় দলের খেলা সরাসরি দেখার উত্তেজনা ভাগাভাগি করতে মঙ্গলবার সন্ধ্যা হতেই ধানমন্ডির রবীন্দ্র সরোবরে বড় পর্দার সামনে জড়ো হন শত শত দর্শক। শিক্ষার্থী থেকে শুরু করে সাধারণ মানুষ—সবাই মিলেই জমে ওঠে টিএসসির এই খেলা দেখা উৎসব।
রবীন্দ্র সরোবরের মূল চত্বরে স্থাপন করা হয় বড় এলইডি স্ক্রিন। সন্ধ্যার আগেই সেখানে ভিড় করতে থাকেন দর্শকরা। খেলা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে চারদিক থেকে ভেসে আসে চিৎকার, করতালি আর ভুভুজেলার শব্দ। একসাথে খেলা দেখার এই অভিজ্ঞতা হয়ে ওঠে স্মরণীয়।