বাংলাদেশকে ১৩০ কোটি ৪০ লাখ মার্কিন ডলার বা ১.৩ বিলিয়ন ডলার ঋণ দেবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। বর্তমান বিনিময় হার অনুযায়ী (প্রতি ডলার ১২২ টাকা ধরে) এর পরিমাণ প্রায় ১৫ হাজার ৯০৯ কোটি টাকা। এই ঋণের মধ্যে রয়েছে ৯০ কোটি ডলারের বাজেট সহায়তা এবং অবকাঠামো ও উন্নয়ন খাতে ৪০ কোটি ৪০ লাখ ডলার।
গতকাল বৃহস্পতিবার ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় এডিবির বোর্ড সভায় বাজেট সহায়তা অংশ অনুমোদন করা হয়। এরপর শুক্রবার ঢাকায় অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) এবং এডিবির মধ্যে চারটি পৃথক চুক্তি সই হয়। চুক্তিতে ইআরডির পক্ষে সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী এবং এডিবির বাংলাদেশ প্রতিনিধি হোয়ে ইউন জিয়ং স্বাক্ষর করেন।
এডিবির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই ঋণ সহায়তার বড় অংশ ব্যয় করা হবে ব্যাংক খাত সংস্কারে। ৫০ কোটি ডলার নির্ধারিত হয়েছে ব্যাংক খাতের স্থিতিশীলতা ও সুশাসন জোরদারে। এর আওতায় ব্যাংকিং তদারকি, তারল্য ব্যবস্থাপনা, সম্পদের গুণগত মান এবং খেলাপি ঋণ সমস্যার সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।
এ বিষয়ে হোয়ে ইউন জিয়ং বলেন, ‘‘বাংলাদেশ এখন ব্যাংকিং খাতে বড় ধরনের সংস্কার বাস্তবায়ন শুরু করেছে। এই কর্মসূচি বাংলাদেশ ব্যাংকের সক্ষমতা বাড়াবে, ব্যাংকগুলোর সুশাসন জোরদার করবে, সম্পদের মান বাড়াবে এবং আর্থিক খাতকে প্রবৃদ্ধি অর্জনের জন্য প্রস্তুত করবে।’’
জলবায়ু সহনশীলতা ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে ৪০ কোটি ডলারের একটি ঋণচুক্তি হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে বাংলাদেশে জলবায়ু অর্থায়ন সহজ করা, দুর্যোগ ঝুঁকি মোকাবিলায় কৌশল প্রণয়ন এবং দীর্ঘমেয়াদি টেকসই অবকাঠামো গড়ে তোলার পদক্ষেপ নেওয়া হবে। হোয়ে ইউন জিয়ং বলেন, ‘‘এই কর্মসূচি ভবিষ্যৎ প্রজন্মের জন্য টেকসই ভিত্তি গড়ে তুলবে এবং বাংলাদেশকে জলবায়ু-স্মার্ট প্রবৃদ্ধির পথে এগিয়ে রাখবে।’’
অবকাঠামো উন্নয়নে আরও দুটি চুক্তি হয়েছে। এর মধ্যে ঢাকা–উত্তর পশ্চিম আন্তর্জাতিক বাণিজ্য করিডর উন্নয়নে ২০ কোটি ৪০ লাখ ডলার ব্যয় করা হবে। এই প্রকল্পের আওতায় এলেঙ্গা থেকে হাটিকুমরুল হয়ে রংপুর পর্যন্ত ১৯০ কিলোমিটার সড়ক চার লেনে উন্নীত করা হবে। এ ছাড়াও ফুটওভার ব্রিজ, ফুটপাত ও ধীরগতির যান চলাচলের জন্য আলাদা লেন নির্মাণ করা হবে।
অবশিষ্ট ২০ কোটি ডলার ব্যয় করা হবে বিদ্যুৎ সরবরাহের গুণগত মান ও সক্ষমতা বাড়াতে এবং নবায়নযোগ্য জ্বালানি খাতের উন্নয়নে।
এই চারটি চুক্তির মাধ্যমে বাংলাদেশের আর্থিক খাত, পরিবেশ, অবকাঠামো ও জ্বালানি ব্যবস্থায় নতুন মাত্রা যুক্ত হবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।