‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এবং ‘তারুণ্যের উৎসব’ স্লোগানকে সামনে রেখে কিশোরগঞ্জের নিকলী উপজেলায় সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ পুকুরে আনুষ্ঠানিকভাবে এ প্রশিক্ষণের কার্যক্রম শুরু হয়। এতে ৮০ জন উদীয়মান সাঁতারু অংশগ্রহণ করে। তার মধ্য থেকে ৪০ জন সাঁতারুকে চূড়ান্তভাবে প্রশিক্ষণের জন্য নির্বাচন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনা মজুমদার মুক্তি। তিনি বলেন, তরুণদের আত্মবিশ্বাস বৃদ্ধি, শারীরিক সক্ষমতা উন্নয়ন ও জল-দুর্যোগ মোকাবিলায় দক্ষতা অর্জনে এই প্রশিক্ষণ অত্যন্ত সহায়ক ভূমিকা রাখবে।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ জেলা ক্রীড়া অফিসার মো. আল-আমিন। তিনি জানান, সাঁতারকে জনপ্রিয় ও প্রতিযোগিতামূলক খেলায় রূপ দিতে এ ধরনের প্রশিক্ষণ বড় ভূমিকা রাখবে।
ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২৬-এর অংশ হিসেবে কিশোরগঞ্জ জেলা ক্রীড়া অফিস ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় এ কর্মসূচি আয়োজন করা হয়েছে।
আয়োজকরা জানান, প্রশিক্ষণার্থীরা সাঁতারের মৌলিক কৌশল, নিরাপদে পানিতে চলাচল এবং জরুরি পরিস্থিতিতে আত্মরক্ষার বিষয়গুলো শিখবে। তারা আশা করেন, এই উদ্যোগ ভবিষ্যতে জেলার সাঁতার অঙ্গনে নতুন প্রতিভা গড়ে তুলতে সহায়ক হবে।