মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫, ১১:১৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জ সদরের যশোদলে জামায়াতের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত ৩ ঘণ্টা ধরে জ্বলছে কড়াইল বস্তি, নিয়ন্ত্রণে ১৯ ইউনিট দারিদ্র্যসীমার নিচে যাওয়ার ঝুঁকিতে বাংলাদেশের এক-তৃতীয়াংশ মানুষ: বিশ্বব্যাংক শাহজালালের কার্গো ভিলেজে আগুন ‘শর্ট সার্কিট’ থেকে: তদন্ত প্রতিবেদন শাহবাগে বিক্ষোভরত বিসিএস পরীক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া গলায় ফাঁস দেওয়া মায়ের পাশে দুই শিশুর গলাকাটা লাশ প্লট বরাদ্দে দুর্নীতি: হাসিনা, রেহানা ও টিউলিপের বিরুদ্ধে মামলার রায় ১ ডিসেম্বর শব্দ দূষণ নিয়ন্ত্রণে নতুন বিধিমালা, সর্বোচ্চ শাস্তি ২ বছরের কারাদণ্ড রঙিন ব্যালটে গণভোট, থাকবে পোস্টাল ভোটের সুযোগ দেশ ও জাতির স্বার্থে কারো সাথে আপোষ করবো না-আল্লামা মামুনুল হক

জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে মূকাভিনয়ে কৃতিত্ব রাখায় রিফাতকে সম্মাননা প্রদান

ডেস্ক নিউজ
  • আপডেট সময় রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ৩২ বার পড়া হয়েছে
জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে মূকাভিনয়ে কৃতিত্ব রাখায় রিফাতকে সম্মাননা প্রদান

জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে মূকাভিনয়ে সাফল্য অর্জন করায় তরুণ মূকাভিনেতা রিফাত ইসলামকে সম্মাননা স্মারক প্রদান করেছে কিশোরগঞ্জের বাতিঘর পাঠাগার।

শনিবার (২২ নভেম্বর) বিকাল ৪টায় কিশোরগঞ্জের আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে আয়োজিত পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে তাকে এই স্মারক তুলে দেওয়া হয়।

এ বিষয়ে রিফাত ইসলাম বলেন, নিজ শহরে সম্মানিত হওয়া সত্যিই আনন্দের। বাতিঘর পাঠাগার আমাকে যেভাবে মূল্যায়ন করেছে, তা আমার দায়িত্ব আরও বাড়িয়ে দিলো। মূকাভিনয়ের প্রসার ও জনপ্রিয়তা বৃদ্ধিতে আমি সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাবো।

বাতিঘর পাঠাগারের প্রতিষ্ঠাতা স্বপন কুমার বর্মন জানান, এবারই প্রথম প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ছাড়াও আবৃত্তি, নৃত্য ও মূকাভিনয়ে বিশেষ অবদান রাখা ৪ জনকে সম্মাননা দেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় মূকাভিনেতা রিফাত ইসলামকে স্মারক প্রদান করতে পেরে তারা অত্যন্ত আনন্দিত। তিনি আরও বলেন, সম্প্রতি রিফাত দক্ষিণ কোরিয়ার সিউলে অনুষ্ঠিত একটি আন্তর্জাতিক উৎসবে পারফর্ম করে দেশ ও জেলার মান বাড়িয়েছে। এটি আমাদের জন্য গর্বের বিষয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান মারুফ। বিশেষ অতিথি ছিলেন জেলা সরকারি গণগ্রন্থাগারের সহকারী পরিচালক আজিজুল হক সুমন, কিশোরগঞ্জ বারের আইনজীবী অ্যাডভোকেট নাসিরুদ্দিন ফারুকী এবং জেলা পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক মু. আ. লতিফ। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোকাররম হোসেন শোকরানা। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন বাতিঘর পাঠাগারের প্রতিষ্ঠাতা স্বপন কুমার বর্মন।

উল্লেখ্য, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ না রেখে তাদের মধ্যে অন্যান্য বই পড়ার আগ্রহ তৈরির লক্ষ্যেই বাতিঘর পাঠাগার প্রতিষ্ঠা করা হয়েছে। ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক মানুষ হিসেবে গড়ে তুলতে বইপড়ার অভ্যাস ছড়িয়ে দেওয়ার কাজ অব্যাহত রাখবে বলে জানান প্রতিষ্ঠাতা স্বপন কুমার বর্মন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2025 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com