ভুটানের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে দারুণ সূচনা করেছে বাংলাদেশ। প্রথমার্ধে ইংল্যান্ডপ্রবাসী মিডফিল্ডার হামজা চৌধুরীর গোলে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে স্কোরশিটে নাম লেখালেন রাকিব হোসেনও। বর্তমানে ২-০ ব্যবধানে এগিয়ে আছে স্বাগতিক দল।
ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দীর্ঘ ৫৫ মাস পর ফিরেছে আন্তর্জাতিক ফুটবল। সেই ফিরতি ম্যাচেই ঘরের মাঠে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিচ্ছে হাভিয়ের কাবরে রার শিষ্যরা। ৬ মিনিটে কর্নার থেকে লাফিয়ে দুর্দান্ত হেডে গোল করেন হামজা। এরপর দ্বিতীয়ার্ধের শুরুতে রাকিব হোসেন বাঁদিক থেকে ডি-বক্সে ঢুকে নিখুঁত শটে ভুটানের জাল কাঁপান।
মাঠে বাংলাদেশের একাদশে শুরু থেকেই ছিলেন দুই প্রবাসী ফুটবলার হামজা চৌধুরী ও ফাহামিদুল ইসলাম। ইতালিপ্রবাসী ফাহামিদুলের সঙ্গে অভিষেক হয়েছে ডিফেন্ডার তাজ উদ্দিনেরও। রক্ষণভাগে মিতুল, তপু, তারিক, তাজ ও সাদ উদ্দিন ভালোভাবে দায়িত্ব সামলাচ্ছেন।
ম্যাচের শুরু থেকেই বাংলাদেশ আক্রমণাত্মক খেলা উপহার দেয়। ৩ মিনিটেই গোলের সুযোগ তৈরি হয়েছিল কাজেম শাহের কাটব্যাক থেকে। এরপর আসে হামজার দারুণ হেড এবং রাকিবের বুদ্ধিদীপ্ত ফিনিশ।
ভুটানের বিপক্ষে আগে ১৬ ম্যাচে বাংলাদেশ জিতেছে ১২টিতে। যদিও ২০২৪ সালের সেপ্টেম্বরে ভুটানে হেরেছিল জামালরা। আজকের ম্যাচে সেই হারের প্রতিশোধ নেওয়ার পাশাপাশি ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের আগে আত্মবিশ্বাস বাড়াতে চায় বাংলাদেশ।