মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ০১:১১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

হোসেনপুরে বৃক্ষ রোপনে সফল চাচা ভাতিজা।এক হাজার চারা রোপনের রেকর্ড

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় রবিবার, ৬ জুলাই, ২০২৫
  • ১০৩ বার পড়া হয়েছে
হোসেনপুরে বৃক্ষ রোপনে সফল চাচা ভাতিজা।এক হাজার চারা রোপনের রেকর্ড।

ইউটিউবে কৃষি উন্নয়ন প্রতিবেদন দেখে বৃক্ষ রোপনে সফল হয়েছেন কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার শাহেদল ইউনিয়নের বীর পাইকশা গ্রামের চৌড়া বাড়ীর চাচা ভাতিজা নজরুল ইসলাম  ও তানভীর। তারা চলতি বর্ষা মৌসুমে পতিত জমিতে এক হাজার গাছের চারা রোপন করে উপজেলায় রেকর্ড করেছেন।

প্রবাস থেকে বৃক্ষ রোপনের উৎসাহ ও অনুপ্রেরণা যোগাচ্ছেন সৌদি প্রবাসী মোঃ খাইরুল ইসলাম ও মোঃ কামরুল ইসলাম । তারা প্রবাসে থেকে বৃক্ষ রোপনের অর্থসহ সার্বিক সাহায্য সহযোগিতা দিয়ে আসছেন। 

জানা যায়,সুশিক্ষিত হাফেজ ও মাওলানা তানভীর আহমাদ ঢাকার কবি নজরুল সরকারি কলেজে অধ্যায়নরত, পাশাপাশি স্থানীয় একটি মসজিদের খতিবের দায়িত্ব পালন করেছেন এবং সভাপতি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখা। নজরুল ইসলাম বিএডিসি ডিলার এবং কিশোরগঞ্জ পাবলিক লাইলাইব্রেরীর আজীবন সদস্য।

এইচএসসি পাস খাইরুল ইসলাম ও মো : কামরুল ইসলাম  সৌদিতে  কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানের মালিক। এবার বর্ষা মৌসুমের শুরুতেই চাচা নজরুল ও ভাতিজা তানভীর  তারা দুইজন বাড়ির আঙ্গিনা, ক্ষেতের আইল ও পতিত জমিতে এক হাজারের বেশি বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপন করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন। এছাড়া গত বর্ষা মৌসুমেও তারা নিজ বাড়ির পাশের ৫০ শতাংশ পতিত জমিতে বিভিন্ন ফলদ,বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন। পাশাপাশি তারা ক্ষেতের আইলেও ফলদ ,বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করে এলাকা বিরল দৃষ্টান্ত স্থাপন করেন। বৃক্ষপ্রেমি তানভীর জানান, সারাদেশের বিভিন্ন স্থান থেকে তারা নিজে গিয়ে পছন্দের চারাগাছগুলো ক্রয় করে বাড়িতে নিয়ে আসেন। পরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাদের পরামর্শ ও সহযোগিতায় যথাযথ নিয়মে ওইসব ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা গুলো বাড়ির আঙ্গিনা, ক্ষেতের আইল ও পতিত জাগায় রোপন করে পরিচর্যা করেন। গত বছর ইতিপূর্বে তাদের রোপনকৃত বৃক্ষগুলোতে কাশ্মিরী ও বল সুন্দরী বরইসহ আম,জাম,লিচু, কাঁঠাল,পেঁপে, নারিকেল, ইত্যাদি ফলের ভালো ফলন হয়েছে। এছাড়া

মৌসুম ভেদে তারা বিভিন্ন ফলের গাছ রোপন করতে এলাকাবাসীকে উদ্বুদ্ধ করছেন। ফলে পাশের গ্রামের অনেক শিক্ষিত লোক বৃক্ষরোপনে আগ্রহী হয়ে উঠছেন। তানভীর আরো জানান,মূলত: ইউটিউব দেখে বৃক্ষ রোপনের ব্যাপারে দিক নির্দেশনামূলক তথ্য জেনে ও দেখে তারা চাচা ভাতিজা মিলে গাছ লাগানো শুরু করেন কয়েক বছর আগে থেকেই। এরই ধারাবাহিকতা অনেক ফলদ গাছে নয় মাসের মাথায় ভালো ফলন হয়েছে। গাছ থেকে পাকা ফল সংগ্রহ করে স্থানীয় বাজারে বিক্রি করছেন তারা । আবার অনেকে ক্রেতা ফলের বাগানে এসে বিভিন্ন জাতের  ফল ও শাকসবজি কিনে নিয়ে যান। এভাবে চাচা ভাতিজা বৃক্ষ রোপনের খবর চারদিকে ছড়িয়ে পড়েছে।

চাচা ভাতিজার গাছ লাগানো সম্পর্কে স্থানীয় এক যুবক শাকিল বলেন – বিগত ৪/৫ বছর যাবৎ বৃক্ষ প্রেমিক দুজন বাড়ির আশপাশে গাছ  লাগাতে দেখে আসছি।যাহা আজ এলাকায় তাক লাগিছে।

উপজেলার সাহেদল ইউপি চেয়ারম্যান ফিরোজ উদ্দিন জানান, মাওলানা তানভীরসহ চাচা ভাতিজার বৃক্ষ রোপনের সফল কর্মসূচিতে এলাকাবাসী খুবই খুশি।তাদের দেখা দেখি অনেক বেকার যুবক বাড়ির আঙিনা ও পতিত জমিতে বৃক্ষরোপনে আগ্রহী হয়ে উঠছেন। এতে প্রকৃতিতে অক্সিজেনের ভারসাম্যও রক্ষা পাবে।

এ ব্যাপারে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ এস এম শাহজাহান কবির জানান, উপজেলার শাহেদল ইউনিয়ন বীরপাইকশা গ্রামের চৌড়া বাড়ীর চাচা ভাতিজার বৃক্ষ রোপনের বিষয়টি দৃষ্টান্তমূলক উদাহরণ হয়ে দাঁড়িয়েছে।তাদের দেখাদেখি আশপাশের অনেকেই এখন বৃক্ষ রোপনে আগ্রহী হয়ে কৃষি অফিসে পরামর্শ নিতে আসছেন। তাই বৃক্ষরোপনে আগ্রহীদের কৃষি বিভাগের পক্ষ থেকে প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা দিয়ে উদ্বুদ্ধ করা হচ্ছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2025 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com