কিশোরগঞ্জে এগারোসিন্ধুর প্রভাতী ট্রেনের যাত্রীদের হুমকি দেওয়ার অভিযোগে মো. আলমগীর খা (৩৪) নামে এক ভুয়া সেনা সদস্যকে আটক করেছে রেলওয়ে থানা পুলিশ (জিআরপি)।
সোমবার (২০ অক্টোবর) বিকেলে কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনে নামার পর পুলিশ জিজ্ঞাসাবাদ করলে তিনি আইডি কার্ড দেখাতে ব্যর্থ হন। পরে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে সেনাবাহিনীর পোশাক ও সরঞ্জাম উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, ট্রেনের বগির দরজা বন্ধ থাকায় যাত্রীদের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে আলমগীর নিজেকে সেনা সদস্য পরিচয় দিয়ে যাত্রীদের ধরে নেওয়ার হুমকি দেন। স্টেশনে পৌঁছানোর পর তার পরিচয় যাচাইয়ে আইডি কার্ড চাইলে তিনি দিতে না পারায় সন্দেহ হয়। পরে তার গ্রামের ইউপি মেম্বারের মাধ্যমে জানা যায়, তিনি কোনো বাহিনীতে কর্মরত নন।
কিশোরগঞ্জ রেলওয়ে থানার ওসি মো. বাহাউদ্দিন ফারুকী বলেন, ভুয়া সেনা পরিচয় দিয়ে যাত্রীদের হুমকি দেওয়ার ঘটনায় মামলা দায়ের করে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।