নিউজ ডেস্ক :
ঈশা খাঁ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ এর আয়োজনে আন্তঃবিভাগীয় ফুটবল খেলায় ল’ ব্রেভারস বনাম ইংলিশ নাইটস্ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় ইংলিশ নাইটসকে ৪-০ গোলে হারিয়ে ল’ ব্রেভারস চ্যাম্পিয়ন হয়েছে। সোমবার (৫ আগস্ট) বিশ্ববিদ্যালয় সংলগ্ন মাঠে এ খেলার আয়োজন করা হয়।
ব্যবসায় অনুষদ বিভাগের প্রভাষক ও সহযোগী অধ্যাপক ড. মনিশ সরকার এর সভাপতিত্বে ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ সুলতান উদ্দিন ভূঞা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টের সেক্রেটারী প্রফেসর ডাঃ আ.ন.ম নৌশাদ খান, ট্রেজারার অনিল চন্দ্র সাহা, আইন অনুষদের ডীন প্রফেসর মোঃ রাফিকুল আলম।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, আইন বিভাগের চেয়ারম্যান মহসিন খান, প্রভাষক ইকবাল হোসেন, লাকী আক্তার, মঞ্জুরুল হক, ইংরেজী বিভাগের চেয়ারম্যান বদরুল হুদা সেহেল, আল মুরসালিন সম্রাট, আসমা পারভীন, মাহবুবা, ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান জুয়েল, সাজন সাহা প্রমুখ। এছাড়া বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য, সকল বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য চ্যাম্পিয়ন দল ল’ ব্রেভারসের হাতে ট্রফি তুলে দেন। পরে খেলোয়াদের মাঝে পদক বিতরণ করা হয়।
Leave a Reply