তাড়াইল সংবাদদাতা
চাঁদপুরের কচুয়ায় মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় নূর মোহাম্মদ (৩৭) নামের স্থানীয় এক ইমামের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। বুধবার বিকেলে উপজেলার পনশাহী গ্রামের ব্রীজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
হামলার শিকার নূর মোহাম্মদ জানান, ঘটনার দিন বাড়ী সংলগ্ন পাঞ্জে খানা মসজিদে যাওয়ার সময় এলাকার দুই মাদক ব্যবসায়ী এক যুবকের হাতে ইয়াবা ট্যাবলেট তুলে দিলে তা আমি দেখে বাধা দেই। যার কারণে মাদক ব্যবসায়ীরা উত্তেজিত হয়ে আমার ওপর হামলা করে শারীরিক লাঞ্চিত করে। এসময় আমার ডাক চিৎকারে স্থানীয়রা ছুটে এসে আমাকে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় কচুয়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
gaziantep il sinirlari icerisinde bulunan en kaliteli escort bayanların ldugu topluluk gurubu