হৃদয় আজাদ:
ভৈরবে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হলো বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস-২০১৯। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার রাত আটটায় বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন (বিএফএ) ভৈরব শাখার অফিসে এক প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়। ভৈরব সাংবাদিক সমাজের ব্যানারে সমাবেশে সংবাদিকতায় বিশেষ অবদান রাখায় ভৈরবের চার গুণী সাংবাদিককে সম্মাননরা ক্রেস্ট ক্রেস্ট তুলে দেয় আয়োজকরা। সংবর্ধিতরা হলেন বশির আহমেদ, এম এ মতিন, মোহাম্মদ শহীদুল্লাহ ও অধ্যাপক শামসুজ্জামান বাচ্চু। এসময় সম্মাননা পেয়ে উপস্থিত সাংবাদিকদের প্রতি ধন্যবাদ ও কৃকজ্ঞতা প্রকাশ করে আগামী দিনে পরিশুদ্ধা সাংবাদিকতা করার প্রতি নানা দিকনির্দেশনা দেন সংবর্ধিতরা।
ভৈরব টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আসাদুজ্জামান ফারুক এর সভাপতিত্বে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা ভৈরব শাখার সভাপতি ও দৈনিক গৃহকোণ সম্পাদক আলহাজ্ব এম এ লতিফ, ভৈরব প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি এস এম বাক্বী বিল্লাহ, ভৈরব রিপোটার্স ক্লাব ও ইউনিটির সভাপতি তাজুল ইসলাম তাজ ভৈরবী, সাধারণ সম্পাদক আলাল উদ্দীন, ভৈরব সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক সুমন মোল্লাহ, ভৈরব টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান আমীন, ইত্তেফাক ও এটিএন বাংলার ভৈরব প্রতিনিধি তুহিন মোল্লাহ, মানব কন্ঠের ভৈরব প্রতিনিধি আক্তারুজ্জামান, চ্যানেল টোয়েন্টিফোরের ভৈরব প্রতিনিধি বিল্লার হোসেন মোল্লাহ, বাংলা ভিশনের প্রতিনিধি সত্যজিৎ দাস ধ্রুব, কালের কন্ঠ ও বৈশাখি টেলিভিশনের ভৈরব প্রতিনিধি আদিল উদ্দিন আহমেদ, জিটিভির ভৈরব প্রতিনিধি এম এ হালিম, মাছরাঙ্গা টেলিভিশনের প্রতিনিধি ওয়াহিদা আমীন পলি, বাংলা টিভির ভৈরব প্রতিনিধি এম. আর সোহেল সেন, দৈনিক আজকালের খবর পত্রিকার ভৈরব প্রতিনিধি কাজী মাছুম, এস এ টিভির ভৈরব প্রতিনিধি খাইরুল ইসলাম সবুজ, আর টিভির ভৈরব প্রতিনিধি আল আমীন টিটু, ইনকিলাবের ভৈরব প্রতিনিধি এম. আর রুবেল, দৈনিক আমার সংবাদের ভৈরব প্রতিনিধি মোঃ জামাল মিয়া, সাপ্তাহিক অবলম্বন পত্রিকার বার্তা সম্পাদক জ ই পরশ, সময়ের আলো প্রতিকার প্রতিনিধি রাজীবুল হাসান, ওয়াননিউজের ভৈরব প্রতিনিধি হৃদয় আজাদ প্রমূখ।
এ সময় সাংবাদিকরা বলেন, দেশের বিভিন্ন প্রান্তে হরহামেশা সাংবাদিক নির্যাতন ও হত্যাকারীদের দ্রƒত বিচারের আওতায় আনা সহ সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সাংবাদিকদের বেতন ভাতা নিশ্চিত করতে হবে। এছাড়াও মফস্বল সাংবাদিকরা অনেক সুযোগ- সুবিধা থেকে বঞ্চিত উল্লেখ করে মফস্বল সাংবাদিকদের বেতন ভাতাসহ সব ধরনের সুযোগ নিশ্চিতকরণের লক্ষে সরকারের হস্থক্ষেপ কামনা করেন বক্তারা।
Leave a Reply