ইতোমধ্যে হাওরাঞ্চলে বইছে শীতের হিমেল হাওয়া। হাওরাঞ্চলের শুরু কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় শীতের আমেজ এখনও তেমন না থাকলেও শেষ রাতের শীতল আবহাওয়া গায়ে কাঁথা বা চাদর জড়াতে বাধ্য করছে। শীতের সঙ্গে বাড়ছে গরম কাপড়ের চাহিদা।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) তাড়াইল সদর বাজার উপজেলা পরিষদের সামনের ফুটপাতের দোকানগুলোতে দেখা যায়, সপ্তাহখানেক আগে থেকে বেচাবিক্রিও শুরু হয়েছে। শপিংমলে এখনও তেমন বেচাবিক্রি চোখে না পড়লেও ফুটপাতে শীতের কাপড়ের আগাম বেচাকেনা ভালোই চলছে। বিকাল থেকে রাত অবধি বিক্রেতাদের হাঁকডাকে জমজমাট হয়ে উঠেছে প্রতিটি দোকান। এছাড়াও উপজেলার ছোট-বড় বাজার ঘুরে দেখা যায়, নিম্নবিত্ত ও স্বল্প আয়ের মানুষের পাশাপাশি মধ্যবিত্ত পরিবারের মানুষেরাও শীতবস্ত্র কিনতে ফুটপাতের দোকানে ভিড় করছেন। বেশি বিক্রি হচ্ছে সোয়েটার, জ্যাকেট, মাথার টুপি, কম্বল, চাদর, গেঞ্জি, হুডি, মাফলার, পুরনো কমফোর্টার, হাতমোজা, কান-টুপিসহ সবধরনের শীতবস্ত্রই মিলছে এসব দোকানে। অনেক দোকানে আবার শুধুই শিশুদের শীতের কাপড় বিক্রি হচ্ছে।
সরেজমিনে দেখা যায়, বড় দোকান থেকে শুরু করে ফুটপাতের দোকানেও চলে এসেছে শীতের পোশাক। শীত বাড়ার সঙ্গে সঙ্গে দোকানগুলোতে গরম পোশাক বিক্রির হিড়িক পড়ে গেছে। বাচ্চা এবং বৃদ্ধদের ভারী কাপড়ের চাহিদা বেশি লক্ষ্য করা গেছে। উপজেলার বেশ কয়েকটি বাজারের ফুটপাতে শীতের কাপড় বিক্রির দোকানগুলোতে পুরুষের চেয়ে নারীদের বেশি ভিড় দেখা গেছে। চাহিদা বাড়ায় ফুটপাতে পোশাকের ভালো দাম পাচ্ছেন বলে জানান বিক্রেতা। তাড়াইল সদর বাজার উপজেলা পরিষদের সামনের ফুটপাতে শীতবস্ত্র বিক্রি করছেন খলিলুর রহমান।তিনি বলেন, শীত বাড়ার সঙ্গে সঙ্গে গত কয়েক দিনে বড়দের পাশাপাশি বাচ্চাদের পোশাক বিক্রি অনেকটা বেড়ে গেছে। বড়দের পোশাকের তুলনায় বাচ্চাদের পোশাক বেশি বিক্রি হচ্ছে। তিনি আরও বলেন, ফুটপাতে কাপড় বিক্রি করেই সংসার চালাই। সামনে শীতের মৌসুম, তাই শীতবস্ত্র বিক্রি শুরু করেছি। গতবছরের অনেক শীতের কাপড় রয়ে গেছিল। এখন সেগুলো কম দামে বিক্রি করছি। সাইফুল ইসলাম নামের আরেক বিক্রেতা বলেন, এ বছর নতুন করে যেসব কাপড় আসবে সেগুলোর দাম আগের তুলনায় একটু বেশি। নতুন কাপড়ের দাম আরেকটু বেশি হবে। পুরনো কাপড় বিক্রি শেষ হয়ে গেলে নতুন কাপড় বিক্রি করবো। গতবারের তুলনায় এবার এক লটে দু’আড়াই হাজার টাকা বেশি দিয়ে কাপড় কিনতে হয়েছে।
তিনি বলেন গত বছরের তুলনায় এবার শীতের পোশাক পাইকারি হিসেবে বেশি দরে কিনতে হয়েছে। বেচাবিক্রিও মোটামুটি ভালো। শীত বাড়লে বেচাবিক্রি আরও বাড়বে।
শীতের কাপড় কিনতে আশা আবদুল হাই জানান, মার্কেটগুলোতে দাম একটু বেশি থাকায় ফুটপাত থেকে ভারী কাপড় কিনছেন তিনি। ফ্যাশনের দরকার নাই, শীতের হাত থেকে বাঁচতে পারলেই হয়। ফুটপাত থেকে সন্তানের জন্য শীতবস্ত্র কিনতে এসেছেন রাহিমা আকতার নামের একজন গৃহিণী। তিনি বলেন, শীত শুরুর আগেই বাচ্চাদের জন্য শীতের পোশাক নিয়ে নিচ্ছি। শীত বাড়লে আবার দাম বেড়ে যাবে। তাই আগেভাগেই কিনে ফেলছি। সাতশো টাকার মধ্যে তিন বাচ্চার শীতের পোশাক কিনে ফেলেছি। ফুটপাত থেকে নিজের জন্য সোয়েটার কিনতে আসা হোসেন আলী নামে একজন রিকশাচালক বলেন, দিনে শীত না পড়লেও রাতে রিকশা চালাতে ঠান্ডা লাগে। তাই একটা সোয়েটার কিনতে এসেছি। কিন্তু দাম চাইছে তিনশ’ টাকা। দুইশ’ টাকা বলছি, কিন্তু দোকানদার কোনোভাবেই দিচ্ছে না। উপজেলার পুরুড়া বাজারের ক্রেতা শামিম মিয়া বলেন, ছেলেরা যে জাম্পার কিনে দিছে তাতে শীত মানে না। তাই ভারী কাপড়ের জ্যাকেট কিনতে আইছি। একই বাজারের ফুটপাতের কাপড় বিক্রেতা আবুল কাশেম বলেন, আমরা ঢাকা থেকে পাইকারি লট কিন্না আনি। মার্কেটের তুলনায় আমরা অনেক কম দামে বিক্রি করতে পারি।
Leave a Reply