কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার বিভিন্ন ইউনিয়নে কর্মরত গ্রাম পুলিশ সদস্যদের ভালো কাজের স্বীকৃতি স্বরূপ পুরস্কৃত করলেন তাড়াইল থানা প্রশাসন।
মঙ্গলবার (০৩ জুন) দুপুর ২ টায় ঝাঁকঝমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে তাড়াইল থানার সেকেন্ড অফিসার লুৎফর রহমানের উপস্থাপনায় উপজেলার ছয়টি ইউনিয়নের চৌকিদারদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিত20রণ করেন তাড়াইল থানার অফিসার ইনচার্জ সাব্বির রহমান। তারা হলেন, তাড়াইল-সাচাইল ইউনিয়নের চৌকিদার চম্পা, রাউতি ইউনিয়নের দফাদার আসাদ মিয়া, জাওয়ার ইউনিয়নের মহল্লাদার জুনায়েদ আহম্মেদ, ধলা ইউনিয়নের মহল্লাদার, খায়রুল ইসলাম, দিগদাইড় ইউনিয়নের মহল্লাদার কামাল হোসেন ও তালজাঙ্গা ইউনিয়নের মহল্লাদার রাসেল মিয়া। এ সময় তাড়াইল থানার তদন্ত কর্মকর্তা শ্যামল মিয়া উপস্থিত ছিলেন।
তাড়াইল থানা অফিসার ইনচার্জ সাব্বির রহমান বলেন, ঈদকে সামনে রেখে সুন্দর একটি ঈদ উপহার দিতে সকল গ্রাম পুলিশকে অত্যন্ত সতর্কতার সাথে আইন-শৃঙ্খলা রক্ষায় ভূমিকা রাখার অনুরোধ জানিয়েছি।