মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ০১:৪৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

ভৈরবে বিভাটেকের ধাক্কায় ৩য় শ্রেণীর শিক্ষার্থী নিহতের ঘটনায় নির্বাক সমাজপতিরা

হৃদয় আজাদ,ভৈরব, কিশোরগঞ্জ
  • আপডেট সময় মঙ্গলবার, ১০ জুন, ২০২৫
  • ৯৩ বার পড়া হয়েছে
ভৈরবে বিভাটেকের ধাক্কায় ৩য় শ্রেণীর শিক্ষার্থী নিহতের ঘটনায় নির্বাক সমাজপতিরা

কিশোরগঞ্জের ভৈরবে রাস্তা পার হওয়ার সময় বিভাটেকের ধাক্কায় লামিসা বেগম (১১) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এঘটনায় তাৎক্ষণিকভাবে ঘাতক বিভাটেকের চালক সুধীর চৌধুরিকে আটক করা হলেও রহস্যজনক কারণে কোনাে প্রকার শাস্তিমূলক ব্যবস্থা কিংবা থানা পুলিশ না করেই, পরের দিন মিমাংসার কথা বলে আড়ালে রফাদফার কথা চলছে বলে অভিযোগ রয়েছে। এতে নিহত শিমু লামিয়ার দরিদ্র পরিবার হতাশায় পড়েছে। একদিকে সন্তান হারানোর বেদনা, অপরদিকে সুবিচার না পাওয়ার আক্ষেপে পুড়ছে লামিসার পিতা কৃষক জাহের মিয়ার পরিবার।

(৯ জুন) সোমবার সন্ধ্যা সাড়ে সাতটায় উপজেলার শ্রীনগর ইউনিয়নের হরকিশোরপুর গ্রামীণ সড়কে এ দূর্ঘটনা ঘটে। নিহত লামিসা স্থানীয় কামারকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিলেন। শিশু লামিসার এমন করুণ মৃত্যুতে তার পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই দিন সন্ধ্যায় বাড়ির সামনের রাজনগর-জগমোহনপুর সড়কের পাশেই খেলা করছিল ছোট্ট শিশু লামিসা। এসময় সে রাস্তার পার হয়ে বাড়ি ফেরার সময় হঠাৎ দ্রুত গতির একটি বিভাটেক লামিসাকে সজোরে ধাক্কা দেয়। এতে লামিসা মাথায় ও মুখে গুরুতর আঘাত পেলে স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

ঘটনার পর স্থানীয়রা বিভাটেকসহ চালক সুধীর-কে আটক করলেও অদৃশ্য কারণে সে তাৎক্ষণিক ভাবেই ছাড় পেয়ে যায়। ঘাতক চালক সুধীর চৌধুরি পাশ্ববর্তী ইউনিয়নের শিমুলকান্দি গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত চিকিৎসক সোহেব রহমান কালের কণ্ঠকে বলেন“হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে। তার মাথায় গুরুতর আঘাত পেয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে, মাথায় অতিরিক্ত রক্তক্ষরণেই তার মৃত্যু হয়েছে।

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ফুয়াদ রুহানী, জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। এদিকে এ মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিদ্যালয় ও স্থানীয় জনগণ লামিসার অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তারা অনতিবিলম্বে ঘাতক চালককের শাস্তির দাবি জানিয়েছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2025 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com