মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ০১:০২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার

ডেস্ক নিউজ
  • আপডেট সময় রবিবার, ৬ জুলাই, ২০২৫
  • ৩৮ বার পড়া হয়েছে
ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার

মুসলিম বিশ্বের টেকসই উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনে ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসার দিকে আরও বেশি করে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা এবং গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূস।

রবিবার (৬ জুলাই ২০২৫) বিকেলে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মুসলিম বিশ্বের বিভিন্ন দেশের ইসলামিক এনজিও নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।

প্রধান উপদেষ্টা বলেন, “আমরা আমাদের কার্যক্রমে নারীর ক্ষমতায়ন ও দরিদ্র মানুষের স্বাস্থ্যসেবার ওপর বিশেষ গুরুত্ব দিই। যাদের আয় কম, তাদের স্বাস্থ্যগত সমস্যা বেশি হয়। সামাজিক ব্যবসা এই সমস্যা মোকাবিলার একটি কার্যকর মাধ্যম হতে পারে।”

তিনি আরও বলেন, “সামাজিক ব্যবসার ধারণাটি শুধুমাত্র মুনাফার বাইরে গিয়ে মানুষের কল্যাণের জন্য কাজ করে। তরুণদের এর সঙ্গে যুক্ত হয়ে উদ্যোক্তা হয়ে উঠতে হবে, তাহলেই মুসলিম বিশ্বে পরিবর্তন সম্ভব।”

বৈঠকে অংশ নেওয়া বিভিন্ন দেশের এনজিও নেতারা জানান, প্রফেসর ইউনূসের সামাজিক ব্যবসা মডেল তাদের নিজ নিজ দেশে ইতিবাচক অনুপ্রেরণা জুগিয়েছে। অনেক এনজিও ইতোমধ্যে এই মডেল অনুসরণ করে প্রকল্প গ্রহণ করেছে।

উপস্থিত বিশিষ্টজন: মতবিনিময় সভায় তুরস্কের ইউনিয়ন অব এনজিওস অব দ্য ইসলামিক ওয়ার্ল্ড (ইউএনআইডব্লিউ)-এর সেক্রেটারি জেনারেল আইয়ুপ আকবাল, টার্কিশ আমেরিকান অ্যাসোসিয়েশন্স (এটিএএ)-এর প্রতিনিধি মুহাম্মদ হুসেইন আক্তা, মালয়েশিয়ার ওয়াদাহ ও ইউএনআইডব্লিউয়ের ডেপুটি সেক্রেটারি জেনারেল ফাওয়াজ বিন হাসবুল্লাহ, পাকিস্তানের আলখিদমত ফাউন্ডেশন-এর প্রেসিডেন্ট মুহাম্মদ আবদুস শাকুর, ইন্দোনেশিয়ার ইউএনআইডব্লিউ অডিটিং বোর্ড সদস্য ড. সালামুন বশরি উপস্থিত ছিলেন।

এ ছাড়া বাংলাদেশের পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও বিআইআইটি-এর প্রেসিডেন্ট প্রফেসর মাহবুব আহমেদ, সাওয়াব চেয়ারম্যান এস এম রাশেদুজ্জামান, কৃষিবিদ গ্রুপ-এর ব্যবস্থাপনা পরিচালক ড. আলী আফজাল, বিআইআইটির মহাপরিচালক ও আইআইআইটি বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ড. এম আবদুল আজিজ অনুষ্ঠানে অংশ নেন।

বৈঠকে অংশগ্রহণকারীরা মুসলিম বিশ্বে সামাজিক উদ্যোগ, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও প্রযুক্তির প্রসারে যৌথভাবে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2025 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com