মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ০৬:২২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

হোসেনপুরে জনপ্রিয় হচ্ছে ছাদ কৃষি

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ৬৬ বার পড়া হয়েছে
হোসেনপুরে জনপ্রিয় হচ্ছে ছাদ কৃষি
এক সময় বাড়ির ছাদ মানে ছিলো শুধু খালি জায়গা কিংবা পোশাক শুকানোর স্থান। কিন্তু সময়ের পরিবর্তনে সেই ছাদ এখন রূপ নিয়েছে সবুজে ঘেরা ক্ষুদ্র কৃষিখামারে। কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় ছাদকৃষি এখন এক নীরব বিপ্লবের নাম। শহর থেকে শুরু করে গ্রাম পর্যন্ত, অনেকে ছাদে ফল, সবজি, ঔষধি গাছ এমনকি বস্তায় আদা ও হলুদ চাষ করে নতুন দৃষ্টান্ত গড়ে তুলছেন।
বিশেষজ্ঞদের মতে, ছাদকৃষির মাধ্যমে পতিত জায়গা ব্যবহার করা সম্ভব হচ্ছে। এতে যেমন পরিবারের পুষ্টি চাহিদা পূরণ হচ্ছে, তেমনি শহরের ধুলাবালির মধ্যে তৈরি হচ্ছে এক টুকরো সবুজ প্রকৃতি।এছাড়া ছাদকৃষি তাপমাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করে, বাড়ির ছাদে অতিরিক্ত তাপ কমায় এবং পরিবেশ দূষণ রোধেও ভূমিকা রাখে। ছাদকৃষকরা বলছেন, সামান্য পরিশ্রম আর একটু যত্নে সারা বছর সবুজে ঘেরা ছাদে পাওয়া যায় বিশুদ্ধ শাকসবজি ও ফলমূল। 
উপজেলার চর পুমদি, রামপুর সহ বিভিন্ন  পরিবার এখন ছাদকৃষির মাধ্যমে আত্মনির্ভরতার পথে হাঁটছে। এই উদ্যোগে সবচেয়ে বেশি অনুপ্রাণিত হচ্ছেন তরুণরা।
চরপুমদির মো. নাঈম মিয়া, রামপুরের সজল মিয়া এবং রাজিবসহ আরও অনেকে এখন সফল ছাদকৃষক হিসেবে এলাকায় পরিচিত। তারা কেউ ফলমূল, কেউ শাকসবজি, আবার কেউ বস্তায় আদা ও হলুদ চাষ করে দেখাচ্ছেন সফলতার উদাহরণ।
রামপুর এলাকার সজলের ছাদে উঠলেই চোখে পড়ে এক টুকরো সবুজ স্বর্গ। সেখানে ঝুলছে বারোমাসি আম, আখ, আনার, মাল্টা, লেবুসহ বিভিন্ন ফলের গাছ। পাশাপাশি চাষ হচ্ছে লাউ, সিম, ঢেঁড়স, পালং শাক ও বিভিন্ন ফুলগাছ।
সজল বলেন,’আগে ছাদটা খালি পড়ে থাকত। এখন এখানে যা চাষ করি, তাতে পরিবারের সবজির চাহিদা মিটে যায়। বাড়তি যা থাকে, স্থানীয় বাজারে বিক্রি করি। এতে একদিকে যেমন বাড়তি আয় হচ্ছে, অন্যদিকে নিজেরা খাচ্ছি বিশুদ্ধ শাকসবজি।’
চর পুমদির নাঈমের ছাদে দেখা যায়—বস্তায় আদা ও মাল্টা চাষের পাশাপাশি লেবু, আমড়া, সিম, তুলসী ও অ্যালোভেরা গাছ। তিনি জানান,’আলিমুল স্যারের পরামর্শ ছাড়া এটা করা সম্ভব হতো না। তিনি আমাদের ধাপে ধাপে বুঝিয়ে দিয়েছেন কীভাবে টব বা বস্তার মাটি তৈরি করতে হয়, কীভাবে জৈব সার ব্যবহার করতে হয়।’
অন্যদিকে রাজিবের ছাদ যেন এক ছোট্ট কৃষিখামার। সেখানে বস্তায় হলুদ ও আদা চাষের পাশাপাশি রয়েছে পেয়ারা ও লেবু গাছ। বিশেষভাবে সাজানো পলিথিন প্যাকে শতাধিক পেঁপে চারা সারিবদ্ধভাবে বেড়ে উঠছে।
রাজিব বলেন,’স্যারের দেওয়া নির্দেশনা অনুযায়ী আমি কেঁচো সার ও অল্প পরিমাণ রাসায়নিক সার মিশিয়ে মাটি তৈরি করেছি। ফলন দারুণ হয়েছে। সরকারি সহযোগিতা পেলে ছাদকৃষি আরও প্রসারিত করা সম্ভব।’
তাদের এই সাফল্যের নেপথ্যে রয়েছেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ আলিমুল শাহান। তিনি নিয়মিত মাঠ পর্যায়ে ও বাড়ি বাড়ি গয়ে কৃষকদের পরামর্শ দিচ্ছেন কীভাবে সীমিত জায়গায় সর্বাধিক ফলন পাওয়া যায়।
তিনি বলেন,’এপ্রিলের প্রথম সপ্তাহে আদা লাগানো সবচেয়ে উপযুক্ত সময়। মূল জমির তুলনায় বস্তায় আদা চাষ সহজ ও লাভজনক। এতে কন্দ পচা রোগের ঝুঁকি কমে যায় এবং পরিচর্যাও সহজ হয়। ছাদে বা বাড়ির আশপাশের ছায়াযুক্ত জায়গায় আদা, হলুদ, ফল, শাকসবজি চাষ করলে পতিত জমি কাজে লাগে, পরিবারের চাহিদা মেটে, আবার অতিরিক্ত আয়ও হয়।’
তিনি আরও জানান,’আমার দায়িত্বপ্রাপ্ত এলাকায় নিয়মিত কৃষকদের সাথে যোগাযোগ রাখছি, ছাদে বাগান করতে উৎসাহ দিচ্ছি। ইতিমধ্যে অনেকে সফলও হয়েছেন। আশা করছি আগামীতে হোসেনপুরেই ছাদকৃষির এক নতুন বিপ্লব ঘটবে ইনশাআল্লাহ।’
উপজেলা কৃষি কর্মকর্তা একেএম শাহজাহান কবির জানান,’ছাদকৃষি এখন সময়ের দাবি। শহরের মানুষ যেমন এই পদ্ধতি গ্রহণ করছে, তেমনি গ্রামাঞ্চলেও ছাদকৃষি জনপ্রিয় হয়ে উঠছে। আমরা নিয়মিত প্রশিক্ষণ, প্রদর্শনী ও পরামর্শ প্রদান করছি যাতে মানুষ তাদের বাড়ির ছাদ ও আশপাশের স্থানকে কাজে লাগিয়ে সবুজ পরিবেশ সৃষ্টি করতে পারে।’
তিনি আরও বলেন,’এভাবে এগিয়ে গেলে শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা নয়, বরং পরিবারের পুষ্টি চাহিদা ও অতিরিক্ত আয়ের উৎস হিসেবেও ছাদকৃষি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2025 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com