বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৭:১৪ অপরাহ্ন

নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নান্দাইলের বহিষ্কৃত যুবদল নেতা মোবারকের বিরুদ্ধে থানায় চাঁদাবাজির অভিযোগ নিকলীর হাওরে শেষ মর্হুুতে বোরো ধান কাটা ও মাড়াই এবং সেদ্ধ একই হাওরে ৯৫% ধান কাটা হোসেনপুরে প্রতিবন্ধী মাদরাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগ মসজিদের মুয়াজ্জিনের বিরুদ্ধে শেখ হাসিনার বিরুদ্ধে বিচারকাজে বাধা ও হুমকি দেয়ার অভিযোগ আগামীকাল তাড়াইল উপজেলার বহুল প্রতিক্ষীত বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন লক্ষাধিক নতুন রোহিঙ্গাকে আশ্রয় দিতে বাংলাদেশকে অনুরোধ জাতিসংঘের ‘ব্যক্তিগতভাবে এনসিপির সঙ্গে আমার কোনো ধরনের সম্পর্ক নেই’ – উমামা ফাতেমা শতাধিক সৌদি প্রবাসীকে দেশে ফেরত নিকলীর হাওরের ৮১ শতাংশ ধান কাটা হয়েছে, শংঙ্কা কমেছে কৃষকের নকশাবহির্ভূত সব রেস্টুরেন্টের ট্রেড লাইসেন্স বাতিল

আরজত আতরজান উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত

মো: আল-আমীন, স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪
  • ১৯১ বার পড়া হয়েছে
আরজত আতরজান উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত

প্রায় ১২ বছর পর শহরের ঐহিত্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আরজত আতরজান উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির (অভিভাবক সদস্য) নির্বাচন অনুষ্ঠিত হয়েছে আজ। আর সে কারণেই স্কুল প্রাঙ্গণে সকাল থেকেই উৎসবের আমেজ। ভোট প্রয়োগের জন্য সকাল থেকে ছিল ভিড় ও বাড়তি আমেজ। সাত জন প্রার্থীর মধ্যে ভোটের মাধ্যমে চার জন অভিভাবক সদস্য নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (২৫ জুন) সকাল ১০টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে শেষ হয় বিকেল ৪টায়। এতে প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন কিশোরগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: রোকন উদ্দিন আহম্মদ। সহকারি প্রিজাইডিং অফিসার ছিলেন, সদর উপজেলা একাডেমিক সুপার ভাইজার এন এম বদরুজ্জামান তালুকদার। 

নির্বাচনে সাত জন প্রার্থী এককভাবে ৭টি আলাদা ব্যালটে নির্বাচনে অংশগ্রহণ করে। প্রার্থীবৃন্দ হলেন, আজহারুল ইসলাম, আর হাসান চৌধুরী (রিপেল), এ টি এম মোস্তফা, মো: আনোয়ার হোসেন ভূঞা, মো: এহসানুল ইসলাম দিপু, মো: নেয়ামত উল্লাহ ও সাইদুল ইসলাম স্বপন।

আরজত আতরজান উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত

নির্বাচনে অংশগ্রহণকারী সাতজন প্রার্থী

সাতজনের মধ্যে নির্বাচিত চার জন হলেন, আর হাসান চৌধুরী (রিপেল)। তিনি ২৫৫ ভোট পেয়ে প্রথম হয়েছেন। ২৪৮ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন মো: আনোয়ার হোসেন ভূঞা। ২৪৭ ভোট পেয়ে তৃতীয় সাইদুল ইসলাম স্বপন ও ২১১ ভোট পেয়ে চতুর্থ হয়েছেন আজহারুল ইসলাম।

আরজত আতরজান উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত

কমিটিতে দাতা সদস্য হিসেবে থাকবেন মো: রাফিউল করিম মুরাদ, বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত সংরক্ষিত মহিলা সদস্য রহিমা আক্তার, নির্বাচিত শিক্ষক প্রতিনিধি জিনিয়া সারমীন ও মো: নাজিম উদ্দীন। এছাড়াও থাকবেন সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি ফাতেমা তুজ জোহরা।

স্কুল কর্তৃপক্ষ জানায়, অতি শীঘ্রই নির্ধারিত ও নির্বাচিতদের ভোটে সভাপতি নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হবে।

বিদ্যালয়ের বহুতল ভবনের নিচতলার একটি কক্ষের দুটি বুথে ভোগ গ্রহণ কার্যক্রম সম্পন্ন হয়। এবারে ভোটার সংখ্যা ছিল ৭০১টি। তার মধ্যে ভোট কাস্ট হয়েছে ৪৩০টি। এছাড়াও নির্বাচনে পুলিশ, পুলিং অফিসার, পুলিং এজেন্ট, আনসার সদস্যরা চৌকসভাবে দায়িত্ব পালন করতে দেখো গেছে।

স্কুলের প্রধান শিক্ষক মো: আবুবকর সিদ্দিক জানান, স্কুলে নির্বাচনের দীর্ঘদিনের একটা আক্ষেপ দূর হয়েছে সবার। নির্বাচিত সকলকে স্কুলের পক্ষ থেকে অভিনন্দন। নতুন অভিভাবক সদস্যদের নিয়ে আমরা নতুন উদ্যমে কাজ করবো। 

তিনি আরও জানান, দীর্ঘদিন যাবত নির্বাচনের মাধ্যমে অভিভাবক সদস্য নির্বাচিত না হওয়ার কারণে অভিভাবকদের মধ্যে একটা অসস্তুতি ছিল। আজ সেটা দূর হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2025 Onenews24bd.Com
Site design by Le Joe