মঙ্গলবার (১৮ মার্চ) দিনগত রাত ১২টায় টুটুল এন্টারপ্রাইজ নামের একটি ভাঙারি দোকান থেকে মর্টারশেলটি উদ্ধার করা হয়।
ভাঙারি দোকানের কর্মচারী মাসুম মিয়া জানান, তিনি দোকানে প্রতিদিনের মতো মালামাল বাছাই করে ভেঙে গোছানোর সময় মর্টারশেলটি দেখতে পান। এরপর তিনি মর্টারশেলটি দোকান মালিক টুটুল মিয়াকে দেখান। পরে দোকান মালিক জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল দেন।
এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মনতোষ বিশ্বাস জানান, জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মর্টারশেলটি শনাক্ত করে এবং সেনাবাহিনীকে বিষয়টি জানায়। পরে সেনাবাহিনী মর্টারশেলটি উদ্ধার করে বালতির ভেতর বালু চাপা দিয়ে রাখে। মর্টারশেলটি নিরাপদ স্থানে নিয়ে নিষ্ক্রিয় করা হবে। বুধবার সকালে ঢাকা থেকে বোম ডিসপোজাল টিম পৌঁছে এটি নিষ্ক্রিয় করবে।
তিনি আরও জানান, বোম ডিসপোজাল টিম ঘটনাস্থলে না পৌঁছা পর্যন্ত নিরাপত্তার জন্য সেনাবাহিনী দোকানটিকে তালাবদ্ধ করে রেখেছে।
Leave a Reply