ডেস্ক নিউজ:
গণ ধর্ষণের পর নার্স তানিয়াকে হত্যার ঘটনাস্থল পরিদর্শনের পর মিডিয়া ব্রিফিংয়ে ঢাকা রেঞ্জের ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন, নার্স তানিয়াকে গণ ধর্ষণের পর হত্যায় আটক আসামীদের সম্পৃক্ততার প্রমাণ মিলেছে। মামলার প্রধান অভিযুক্ত বাস চালক নূরুজ্জামান নূরু রিমান্ডের চারদিনের মাথায় গতকাল বিকালে অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আল মামুনের খাস কামরায় ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে ধর্ষণে নিজেসহ তিনজনের জড়িত থাকার থাকার কথা স্বীকার করেছে।
ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন আজ দিনভর ঘটনাস্থল বাজিতপুর ও কটিয়াদির বিভিন্ন স্পট পরদির্শন শেষে বিকালে জেলা পুলিশ সুপার কার্যালয়ে সম্মেলন কক্ষে আয়োজিত মিডিয়া ব্রিফিংয়ে সাংবাদিকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। তিনি বলেন বাস চালক নূরুজ্জামান নূরু নিজেসহ তিনজন পালাক্রমে ধর্ষণের ঘটনায় জড়িত বলে জানিয়েছে।
তিনি বলেন, রিমান্ডে নেয়া বাকি চার আসামীকেও জিজ্ঞাসাবাদ অব্যাহত আছে এবং ঘটনার সাথে জড়িত বাকিদের আটকে সর্বাত্মক অভিযান অব্যাহত রয়েছে। ধিকৃত এ ঘটনার সাথে যারা জড়িত আছে, তাদের কেউ ছাড় পাবে না। অহেতুক যেন কাউকে হয়রানি না করা হয়, এ ব্যাপারেও দৃষ্টি রাখা হচ্ছে।
তিনি আরো বলেন, ঘটনাটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে এবং দ্রূত সুষ্ঠু তদন্তের মাধ্যমে আসামীদের যেন বিচার হয় সে চেষ্টা করা হচ্ছে।
এর আগে ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন আজ দিনভর ঘটনাস্থল বাজিতপুর ও কটিয়াদির বিভিন্ন স্পট পরদির্শন করেন। এসময় তাঁর সাথে অন্যান্যের মধ্যে অতিরিক্ত ডিআইজি মো: আসাদুজ্জামান মিয়া, জেলার পুলিশ সুপার মো: মাশরুকুর রহমান খালেদ উপস্থিত ছিলেন।
সিভিল সার্জন অফিস থেকেও আজ নিহত তানিয়ার ময়না তদন্তের রিপোর্ট পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে সিভিল সার্জন ডা: হাবীবুর রহমান নিশ্চিত করেছেন। উক্ত রিপোর্টে ধর্ষণ ও হত্যার বিষয়টি প্রমাণিত হয়েছে জানিয়ে ডা: হাবীবুর রহমান জানান, ময়না তদন্তে নিহতের শরীরের ১০টি স্থানে জখমের চিহ্ন পাওয়া গেছে, ধস্তাধস্তির কারণেই এই জখম হয়েছে। তাছাড়া নিহতের যৌনাঙ্গ থেকে রক্ত ক্ষরণের আলামত ও পুরুষের বীর্যের উপস্থিতি পাওয়া গেছে। সব মিলিয়ে প্রাথমিকভাবে ধারণা করা যায় ভিকটিমকে হত্যার আগে ধর্ষণ করা হয়েছে। সবচেয়ে গুরুতর হচ্ছে শক্ত আঘাতের কারণে তানিয়ার মাথার পিছন দিকের খুলির হাড় ভেঙ্গে চুরমার হয়ে গেছে। এ আঘাতের ফলে ব্যাপক রক্ত ক্ষরণের ফলেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
Leave a Reply