মৌলভীবাজারের কমলগঞ্জে ৪৮তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল ও মাদ্রাসা শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরন করেন কমরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আশেকুল হক।
সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুরে কমলগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল ফাইনাল খেলায় প্রতিদ্বন্ধিতা করে ছেলেদের ফুটবল খেলায় ট্রাইব্রেকারে পতনউষার উচ্চ বিদ্যালয়কে ৬-৫ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় মকবুল আলী উচ্চ বিদ্যালয় এবং মেয়েদের ফুটবল খেলায় কমলগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়কে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বদরুন্নাহার ভূঁইয়া বালিকা উচ্চ বিদ্যালয়।
খেলা শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন ক্যাটাগরি খেলার চ্যাম্পিয়ন ও রানার আপদের মাঝেও পুরস্কার বিতরন করেন অতিথিবৃন্দ।
Leave a Reply