ডেস্ক নিউজ :
আজ সকাল ১০.৩০ টায় কিশোরগঞ্জ জেলার নিকলী থানাধীন পূর্বগ্রাম চামারটুলা নতুন বাজার এলাকা হতে মাদক ব্যবসায়ী মোঃ তোফাজ্জল খাঁ (৪০) ও দ্বীন ইসলাম (৩০) নামে দুইজন কে আটক করেছে র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ। দুজনই কিশোরগঞ্জ জেলার নিকলী উপজেলার বাসিন্দা।
আটকের সময় তাদের সাথে থাকা ২ শত পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ২ হাজার ৩ শ টাকা এবং ২টি মোবাইল সেট উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামীদ্বয় মাদক ক্রয়-বিক্রয় এর সাথে জড়িত থাকার কথা স্বীকার করে।
উক্ত ঘটনা সংক্রান্তে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিকলী থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply