ডেস্ক নিউজ :
নরসিংদীর মাধবদীতে নিজের ১২ বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগে মমিনুল (৩৭) নামে এক রাজমিস্ত্রিকে আটক করেছে পুলিশ। রোববার দুপুরে মাধবদীর আনন্দি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান বলেন, মেয়েটির মায়ের অভিযোগের প্রেক্ষিতে মাধবদীর আনন্দি এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত বাবাকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে নিজ মেয়েকে গত তিন মাসে একাধিকবার ধর্ষণের কথা স্বীকার করেছে।
তিনি জানান, ডাক্তারি পরীক্ষার জন্য মেয়েটিকে নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
মমিনুল, কুষ্টিয়া জেলার হরিণারায়নপুর এলাকার মৃত সিরাজুল ইসলামের ছেলে। সে স্ত্রী ও একমাত্র মেয়েকে নিয়ে আনন্দি এলাকায় ভাড়া থাকতো বলেও জানান ওসি।
মেয়েটির মা জাহানার বেগম বলেন, পেটের দায়ে টেক্সটাইল মিলে কাজ করি। তাই প্রায়ই মেয়েকে বাসায় একা রেখে যেতাম। এই সুযোগে অমানুষটা মেয়েটাকে একাধিকবার ধর্ষণ করেছে। গত তিন মাস আগে ধর্ষণের বিষয়টি টের পাই। পারিবারিকভাবে মীমাংসার চেষ্টা করি। কিন্তু কোনো লাভ হয়নি। রবিবার সকালে মমিনুল আবারো আমার মেয়েটাকে ধর্ষণ করলে মাধবদী থানায় অভিযোগ দায়ের করি।
Leave a Reply