কিশোরগঞ্জের হোসেনপুরে বাড়িতে যাওয়ার রাস্তা প্রশস্তকরনে বাধা দেওয়ায় বিপাকে পড়েছেন ৩০ টি পরিবার। এই ঘটনায় প্রতিকার চেয়ে ভুক্তভোগী পরিবারগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন।
জানা যায়, উপজেলা শাহেদল ইউনিয়নের রহিমপুর গ্রামের মৃত মো. জালাল উদ্দীনের ক্ষয়কৃত সম্পত্তির উপর দিয়ে যাওয়া রাস্তা তার ছেলে মো. মহসিন রেজা মাটি ভরাট করে প্রশস্ত করতে গেলে তার চাচাতো ভাই আবদুল মোতালিব বাধা প্রদান করে। এতে বিপাকে মহসিনের পরিবারসহ ৩০ টি পরিবার বিপাকে পড়েছেন।
এ ব্যাপারে মো. মহসিন রেজা বলেন, মেইন রোড থেকে প্রায় একশ ফুট দৈঘ্যের এ রাস্তা দিয়ে অটোরিকশা ও ছোট গাড়ি বাড়ীতে প্রবেশ করতে না পারায় পুনরায় মাটি ফেলে রাস্তাটি প্রশস্ত করতে চাইলে আমার চাচাতো ভাই মো. মোতালিব ও তার লোকজন থানায় অভিযোগ দিয়ে বিভিন্নভাবে হয়রানি করে আসছে। উক্ত বিষয়ে চেয়ারম্যান বরাবর অভিযোগ দিয়েও কোন সূরাহা মেলেনি।
.
এ ব্যাপারে শাহেদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফিরোজ উদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, উক্ত বিষয়টি কয়েক দফা দরবার ও সালিশের মাধ্যমে মীমাংসা করতে চাইলেও তাহা হচ্ছে না।
Leave a Reply