নিউজ ডেস্ক :
কিশোরগঞ্জের হোসেনপুরে নারী ও কিশোরীদের সহিংসতা প্রতিরোধ (পপি ecatto) প্রকল্প ইউনিয়ন মাঠ সহায়কের সহায়তায় উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত), সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান ঘটনাস্থলে উপস্থিত হয়ে দশম শ্রেণীর ছাত্রী কলি আক্তারের (১৫) বাল্য বিবাহ বন্ধ করেন । এ সময় ভ্রাম্যমান আদালত বসিয়ে বর দুলাল মিয়াকে (৩৩) ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান এবং মেয়ের মা হাদিসা আক্তারকে ৭ হাজার টাকা জরিমান করা হয়। এ ঘটনায় এলাকায় দারুন চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলার পুমদি ইউনিয়নের দক্ষিণ পুমদি গ্রামের সৌদি প্রবাসি মোঃ হারুন মিয়ার মেয়ে ডাহরা গোলপুকুর পাড় দাখিল মাদ্রাসার দশম শ্রেণীর ছাত্রী কলি আক্তারের সাথে শুক্রবার (৬ সেপ্টেম্বর) দুপুরে করিমগঞ্জ উপজেলার জয়কা ইউনিয়নের মতোয়ারা গ্রামের মৃত আলী হোসেনের ছেলে দুলাল মিয়ার সাথে বিয়ের অনুষ্ঠান চলছিল। এ খবর শুনে পপি ecatto প্রজেক্ট অফিসার সালমা পারভীন ও মাঠ সহায়ক আবু বকর ছিদ্দিক খোকন মিয়া ডাহরা গোলপুকুর পাড় দাখিল মাদ্রাসা থেকে কলি আক্তারের জেএসসি সার্টিফিকেট সংগ্রহ করে বাল্য বিয়ে বন্ধের জন্য উপজেলা নির্বাহী অফিসারের (ভারপ্রাপ্ত ) নিকট অভিযোগ করেন। অভিযোগের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত ), সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাল্য বিবাহ বন্ধ করে ভ্রাম্যমান আদালত বসিয়ে বর দুলাল মিয়াকে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়ে জেল হাজতে প্রেরণ করেন এবং মেয়ের মা হাদিসা আক্তারকে ৭ হাজার টাকা জরিমান করেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত ), সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান জানান, অভিযোগ পেয়ে বিয়ে বাড়িতে গিয়ে বাল্য বিয়ে বন্ধ করে বরকে ৭ দিনের জেল দেয়া হয়েছে এবং মেয়ের মাকে ৭ হাজার টাকা জরিমান করা হয়েছে। বাল্য বিয়ের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে বলে সাংবাদিকদের জানান।
Leave a Reply