কিশোরগঞ্জের তাড়াইলে সাড়ে ২২ শতাংশ ভূমি আদালত কর্তৃক ডিক্রী পাওয়ার পর থানা পুলিশ ও সহকারী কমিশনার (ভূমি) দখলীয় জায়গা ঘরসহ বুঝাইয়া দেয় জাওয়ার রায়পাড়া গ্রামের রতন মিয়াকে। রতন মিয়া ৮ মাস নিজের জায়গা ভোগ দখল করার পর গত শনিবার রাতের আঁধারে প্রতিপক্ষের লোকজন টিনের চালা বেঁধে তাদের দখলে নিয়ে নেয়। এ নিয়ে দু’পক্ষের মাঝে চরম উত্তেজনা বিরাজ করছে।
গত রবিবার রতন মিয়া একই গ্রামের তহুর মিয়া, মুখলেছ মিয়া, সুজন মিয়া, সুমন মিয়া, আকাশ মিয়া, রুমাল মিয়া, ফজল মিয়া, কাজল মিয়াকে বিবাদী করে তাড়াইল থানায় অভিযোগ দায়ের করেন।
তাড়াইল থানার অভিযোগ সূত্রে জানা যায়, বিবাদীগণ অত্যান্ত দাঙ্গাবাজ ও ভূমিদস্যু। তাদের সাথে রতন মিয়ার জমি সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছে। পরবর্তীতে জমি সংক্রান্ত বিষয় নিয়ে সহকারী জজ আদালতে মামলা দায়ের করা হয়। যার মামলা নং- ০১/২০২৪ অন্য ডিং। উক্ত মামলার প্রেক্ষিতে আদালত কর্তৃক রতন মিয়ার নামে রায় ডিক্রী দেয়া হয় এবং তাড়াইল থানার পুলিশ ফোর্স ও সহকারী কমিশনারের (ভূমি) অনুমতিক্রমে দখলীয় জায়গায় ঘরসহ রতন মিয়াকে বুঝাইয়া দেয়। শনিবার (১৬ মার্চ) রাতের আঁধারে বিবাদীগণ দেশীয় অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে রতন মিয়ার আদালত কর্তৃক ডিক্রীকৃত সাড়ে ২২ শতাংশ দখলীয় জায়গা তাদের দখলে নিয়া নেয়। বাদীগণ প্রতিবাদ করতে গেলে বিবাদীগণ ক্ষিপ্ত হয়ে রতন মিয়া ও তার পরিবারের লোকদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এক পর্যায়ে বিবাদীগণ ক্ষিপ্ত হয়ে মারপিট করার জন্য এগিয়ে আসে। তখন উপস্থিত লোকজন বিবাদীদের কবল থেকে তাদেরকে উদ্ধার করে। অভিযোগ সূত্রে আরও জানা যায়, যেকোনো সময় দাঙ্গাহাঙ্গামাসহ শান্তি শৃঙ্খলা ভঙ্গের আশংকা রয়েছে। তাই তাদের অন্যায় অত্যাচারে অতিষ্ঠ হয়ে থানায় অভিযোগ দায়ের করেন।
বাদী রতন মিয়া বলেন, আমার সাড়ে ২২ শতাংশ ভূমি আদালত কর্তৃক ডিক্রি পাওয়ার পর থানা পুলিশ ও সহকারী কমিশনার (ভূমি) জায়গাটি বুঝিয়ে দেয়। আমি দখলে ছিলাম ৮ মাস। কিন্তু পাশের বাড়ির ভূমিদস্যু লোকজন রাতের আঁধারে টিনের ঘর বেঁধে ফেলে। আমি পুলিশের দ্বারস্থ হয়েছি। আমার জায়গা আমাকে বুঝিয়ে দেয়ার জন্য প্রশাসনের কাছে জোর দাবী জানাচ্ছি।
তাড়াইল থানা (ভারপ্রাপ্ত) পুলিশ কর্মকর্তা সাব্বির রহমান বলেন, জাওয়ার রায়পাড়া গ্রামের রতন মিয়ার জমি সংক্রান্ত বিষয়ের লিখিত একটি অভিযোগ পেয়েছি। অভিযোগটি সরজমিনে তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply