তাড়াইল উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুবক্কর সিদ্দিকী উপজেলা আ.লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ফারুক দাদ খানরে পাশে বসিয়ে আন্তর্জাতিক নারী দিবস পালন করেছেন।
শনিবার (৮ মার্চ) আন্তর্জাতিক নারী দিবস। এ দিবসটি পালন উপলক্ষে তাড়াইল উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
‘অধিকার, সমতা, ক্ষমতায়ন/নারী ও কন্যার উন্নয়ন’ প্রতিপাদ্যকে ধারণ করে গতকাল শনিবার বেলা ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু বক্কর সিদ্দিকীর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, তাড়াইল থানা (ভারপ্রাপ্ত) পুলিশ কর্মকর্তা সাব্বির রহমান, তাড়াইল উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ফারুক দাদ খান সহ প্রমূখ।
.
উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষক নাসরিন আকতারের সঞ্চালনায় বিভিন্ন বয়সের, বিভিন্ন কর্মক্ষেত্রে জড়িত নারীরা তাঁদের নিজেদের জীবনকাহিনি দিয়ে একে অপরকে অনুপ্রাণিত করবেন। ভাগাভাগি করে নেন নিজেদের আনন্দ-বেদনা।
.
উল্লেখ্য, ১৯০৮ সালে জার্মান সমাজতান্ত্রিক নেত্রী ও রাজনীতিবিদ ক্লারা জেটকিনের নেতৃত্বে প্রথম নারী সম্মেলন করা হয়। ১৯৭৫ সাল থেকে জাতিসংঘ এ দিনটিকে নারী দিবস হিসেবে পালন করে আসছে।
Leave a Reply