কিশোরগঞ্জে নারী উদ্যোক্তা উন্নয়নে আর্থিক অন্তর্ভূক্তি শীর্ষক আলোচনা সভা ও উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ আগস্ট) সকাল ১০ ঘটিকায় কিশোরগঞ্জ জেলা শিল্পকলা একাডেমী হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, নারী ক্ষমতায়নের প্রয়োজনীয়তা সম্পর্কে বিস্তারিত দিক-নির্দেশনা প্রদান করেন এবং নারী ক্ষমতায়নে ব্যাংক এশিয়ার মতো একটি বেসরকারি ব্যাংক সম্পৃক্ত হওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক কামরুজ্জামান খান ও কিশোরগঞ্জ মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মো: মামুন অর রশিদ।
এসময় বক্তারা বলেন, ব্যাংক এশিয়ার মাধ্যমে কিশোরগঞ্জে সমাজসেবার প্রায় ৩ লক্ষ উপকারভোগী ব্যাংকিং সেবা পাচ্ছে। এসময় তিনি, ব্যাংক এশিয়ার ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিভিন্ন কার্যক্রমের ভূঁঁয়সী প্রশংসা করেন। ব্যাংক এশিয়ার উক্ত আয়োজনের মাধ্যমে জেলার মহিলা উদ্যোক্তাদের আর্থিক সক্ষমতা বৃদ্ধি পাবে একই সাথে সরকারের নারী ক্ষমতায়নের উদ্দেশ্য বাস্তবায়িত হবে।
উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জিয়াউল হাসান মোল্লা’র সভাপতিত্বে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, ডেপুটি হেড, ফিন্যান্সিয়াল ইনক্লোশন ডিপার্টমেন্ট শিহাবুল আলম, অ্যাসিটেন্ট ভাইস প্রেসিডেন্ট রুমানা আক্তার তুলি, হেড অব তাড়াইল ব্রাঞ্চ মো: জাহাঙ্গীর হোসেন, বিসনেজ হেড অব মাইক্রো মার্চেন্ট আবু জুবায়ের ও জেলা ব্যবস্থাপক সাইফুল ইসলাম ভূঁইয়া।
ব্যাংকিং সহজিকরণের উদ্দেশ্যে জেলার ১৩টি উপজেলা থেকে আগত ১১৮ জন ক্ষুদ্র মহিলা উদ্যোক্তাদের মাঝে স্মার্টফোন, বায়োমেট্রিক ডিভাইস’সহ অন্যান্য উপকরণ সামগ্রী বিতরণ করা হয়। সরকারি সামাজিক নিরাপত্তা বেষ্টনির ভাতা’সহ ব্যাংকের অন্যান্য সাধারণ গ্রাহক উক্ত ক্ষুদ্র মহিলা উদ্যোক্তাদের মাধ্যমে ঘরের পাশে সকল ব্যাংকিং সেবা পাবে।
Leave a Reply