মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ০৩:২৭ অপরাহ্ন

নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ঢাকার তেজগাঁও ও চট্টগ্রামে আড়তে ডিম বিক্রি বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা ১২ দিনে রেমিট্যান্স এসেছে পৌনে ১২ হাজার কোটি টাকা অদৃশ্য শক্তি আইন বিভাগের ওপর হস্তক্ষেপ করছে: জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার মামলা-গ্রেপ্তার থেকে কেন দায়মুক্তি, কারা পাবে: বিবিসির প্রতিবেদন এবার বরখাস্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ঊর্মির দেশত্যাগে নিষেধাজ্ঞা সালথায় তরুণীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় প্রাণ গেল যুবকের। সেনাবাহিনীতে দুই নতুন লেফটেন্যান্ট জেনারেল, ডিজিএফআই-এ নতুন প্রধান অবসরের বয়স ৬৫ বছর চায় প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের সংগঠন শুরু হয়েছে বিপিএল ড্রাফট, সরাসরি চুক্তিতে দল পেয়েছেন যারা

কিশোরগঞ্জ-৫ আসনে নৌকার বিজয় নিশ্চিত করতে প্রচারনায় ব্যস্ত আফজাল হোসেন এম পি

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ২২ ডিসেম্বর, ২০১৮
  • ৫৪১ বার পড়া হয়েছে

দিলীপ কুমার সাহা,নিকলী
কিশোরগঞ্জ-৫ (নিকলী-বাজিতপুর) আসনে নৌকার প্রার্থীর বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে মাঠে নেমেছেন নিকলী ও বাজিতপুর উপজেলার আওয়ামী লীগ নেতাকর্মীরা। তারা নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন। প্রতিটি গ্রামে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে নৌকায় ভোট দিতে সবাইকে উদ্বুদ্ধ করছেন নির্বাচনী এলাকার নেতাকর্মীরা।
এ আসনে মনোনয়ন পেয়েছেন টানা দু’বারের এমপি আলহাজ্ব আফজাল হোসেন ।
নির্বাচনকে সামনে রেখে এলাকায় ব্যাপক তৎপরতা চালিয়ে যাচ্ছেন আওয়ামী লীগ প্রার্থী আফজাল হোসেন । নেতাকর্মীদের সাথে নিয়ে প্রচার-প্রচারনায় ব্যস্ত সময় পার করছেন তিনি।
নিকলী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান কারার সাইফুল ইসলাম বলেন, আমরা ঐক্যবদ্ধভাবে নৌকার বিজয় সুনিশ্চিত করতে মাঠে কাজ করছি। মুক্তিযুদ্ধের চেতনায় প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থেকে ভোটযুদ্ধ জয়ী হওয়ার আহবান জানান তিনি।
উপজেলা আওয়ামী লীগ সভাপতি ইসহাক ভূইয়া বলেন, উপজেলার সব ইউনিয়নের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে আমরা দলীয় প্রার্থী ও নৌকার পক্ষে সোচ্চার হয়েছি।
উপজেলা মুক্তিযোদ্ধা কমা-ের সাবেক কমান্ডার আলহাজ্ব আবু বক্কার বলেন, সরকারের উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখার স্বার্থে দলীয় প্রার্থীর পক্ষে আমরা ঐক্যবদ্ধভাবে প্রচার-প্রচারণা চালাচ্ছি। এদেশের মাটি থেকে স্বাধীনতা বিরোধী অপশক্তিকে উৎখাত করা হবে। স্বাধীন দেশের মাটিতে স্বাধীনতাবিরোধীদের আর ঠাঁই হবে না। আমরা ১৯৭১ সালে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়ে, লড়াই-সংগ্রাম করে এই দেশ স্বাধীন করেছিলাম। ২০১৮ সালে এই বিজয়ের মাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে সংসদ নির্বাচন। সেদিন পাকিস্তানী দোসররা যেভাবে মাথা নতো করতে বাধ্য হয়েছিল, ঠিক সেই ভাবে প্রস্তুত হয়ে আরেকটি লড়াইয়ে আমাদের জিততে হবে। সেটা হলো ৩০ ডিসেম্বর এর নির্বাচন।
উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ানম্যান কারার শাহরিয়া আহমেদ তুলিপ বলেন, মহাজোটের শরিক দলগুলোর সবাই আওয়ামী লীগের সঙ্গে নির্বাচনের মাঠে কাজ করছে। এছাড়া কৃষকলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও মুক্তিযোদ্ধাদের সন্তানদের সংগঠনসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারাও নৌকার পক্ষে কাজ করছেন।
আওয়ামী লীগ প্রার্থী আলহাজ্ব আফজাল হোসেন এমপি বলেন, ‘আমরা একযোগে মাঠে নেমে মানুষের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করছি। আশা করছি, নৌকার বিজয় নিশ্চিত করতে পারব। বাঙ্গালী জাতি ঐক্যবদ্ধ হয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে ক্ষমতায় বসিয়ে অচেনা বাংলাদেশকে বিশ্বের দরবারে উন্নয়নের রোল মডেলে পরিণত করেছেন। উন্নয়নের সেই ধারা অব্যাহত রাখতে মুক্তিযুদ্ধের চেতনায় জাতি আবারো ঐক্যবদ্ধ হয়ে নৌকার বিজয়কে নিশ্চিত করবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2024 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com