হৃদয় আজাদ:
ভৈরবে ন্যায বেতন, বোনাস ও মাসের নির্ধারিত সময়ে বেতন পরিশোধের তিন দফা দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন খাদ্য উৎপাদনকারি প্রতিষ্ঠান এলিন ফুড প্রোডাক্টসে কর্মরত শ্রকিরা। আজ শনিবার(২ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে দাবি আদায়ের লক্ষ্যে পৌর এলাকার লক্ষ্মীপুরস্থ প্রতিষ্ঠানটির সামনে থেকে ৭ শতাধিক শ্রমিক নারী পুরুষ বিক্ষোভ মিছিল নিয়ে ভৈরব দুর্জয় মোড় প্রদক্ষিণ করে পুনরায় প্রতিষ্ঠানের সামনে ফিরে আসে।
এসময় বিক্ষোভকারী শ্রমিকরা সরকার নির্ধারিত ন্যায বেতন নিশ্চিতকরণের দাবিতে বিভিন্ন শ্লোগান দেয়। এছাড়াও সরকার কর্তৃক নির্ধারিত সকল সুযোগ-সুবিধা থেকে মালিকপক্ষ শ্রমিকদের বঞ্চিত করছে বলে উল্লেখ করে তাদের তিনদফা যৌক্তিক দাবি আদায় না হওয়া পর্যন্ত কাজে যোগ না দেয়ার ঘোষণা দেয় বিক্ষোভকারীরা। পরে প্রতিষ্ঠানের মালিকপক্ষ আগামী পনেরো দিনের মধ্যে শ্রমিকদের তিনদফা দাবি মেনে নিয়ে বাস্তবায়নের আশ্বাস দিলে আন্দোলন থেকে সাময়িকভাবে সরে আসেন শ্রমিকরা। তবে নির্ধারিত সময়ের মধ্যে শ্রমিকদের দাবি পূরণ না হলে আবারো কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে বলে হুশিয়ারি দিয়েছেন আন্দোলনকারী।
এবিষয়ে প্রতিষ্ঠানের সিও মো. জালাল উদ্দীনের সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান, আন্দোলনকারী শ্রমিকদের সাথে আমাদের একটি সমঝোতা বৈঠক হয়েছে। শ্রমিকদের দাবি-দাওয়া নিয়ে কর্তৃপক্ষ দ্রুত সীদ্ধান্ত গ্রহণ করবে।
Leave a Reply