নিউজ ডেস্ক : কক্সবাজারের টেকনাফ উপজেলার মহেশখালিয়াপাড়া নৌঘাটে মঙ্গলবার ভোরে কথিত ‘বন্দুকযুদ্ধে’ তিন যুবক নিহতের কথা জানিয়েছে পুলিশ। খবর ইউএনবি’র।
নিহতরা হলেন- টেকনাফ উপজেলার নয়াপাড়াস্থ গোলাপাড়া এলাকার আব্দু শুক্কুরের ছেলে কুরবান আলী (৩০), টেকনাফ পৌরসভার কে কে পাড়া এলাকার আলী হোসেনের ছেলে আব্দুল কাদের (২৫) ও একই এলাকার সুলতান আহমদের ছেলে আব্দুর রহমান (৩০)।
পুলিশের দাবি, নিহত তিনজনই রোহিঙ্গাদের সাগরপথে মালয়েশিয়ায় পাচার কাজে জড়িত ছিল।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশের ভাষ্য, ‘ভোর ৪টার দিকে রোহিঙ্গা পাচার মামলার আসামিদের ধরতে টেকনাফ উপজেলার মহেশখালিয়াপাড়া নৌঘাটে পৌঁছালে আগে থেকে অবস্থানরত অস্ত্রধারী একদল মানবপাচারকারী পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে মানবপাচারকারীরা পিছু হটে পালিয়ে যায়।’
তিনি বলেন, পরে ঘটনাস্থল থেকে তিনজন মানবপাচারকারীকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ওসি প্রদীপের দাবি, ‘বন্দুকযুদ্ধে’র ঘটনায় পুলিশের দুই সদস্য আহত হয়েছে। তাদের টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।
এ ব্যাপারে টেকনাফ থানায় সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হয়েছে বলেও জানান ওই কর্মকর্তা।
Leave a Reply