হৃদয় আজাদ:
কিশোরগঞ্জের ভৈরবে পিতা-পুত্রসহ বিভিন্ন মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত ৯জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাতে পুলিশের বিশেষ অভিযানে তাদরকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, মঙ্গলবার সন্ধ্যায় নারী শিশু নির্যাতনের মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামী শহরের চন্ডিবেড় এলাকার আজগর আলীকে আটক করা হয়। একই দিনে ভৈরব থানার উপ-পরিদর্শক মো. হুমায়ূন কবিরের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে শহরের বাসস্ট্যান্ড এলাকার হোটেল আল আজিজিয়ার সামনে থেকে মুরশিদ মিয়াকে আটক করা হয়। এ সময় তার নিজ হেফাজতে রাখা ১০৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ সদস্যরা। এছাড়াও মুরশিদের বিরুদ্ধে কিশোরগঞ্জ আদালতে ৬টি মামলা বিচারাধীন রয়েছে বলেও পুলিশ সূত্রে জানা যায়।
বুধবার দিবাগত রাতে ভৈরব থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক ও মারামারিসহ বিভিন্ন মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আরো ৭আসামিকে গ্রেফতার করেছে পুলিশ । গ্রেফতারকৃতরা হলো টানকৃষ্ণনগর গ্রামের হাসিম মিয়ার পুত্র রাসেল মিয়া, ভৈরবপুর দ. পাড়া গ্রামের মিজানুর রহমানের পুত্র শাহআলম, একই এলাকার আ. মন্নানের পুত্র মাসুম মিয়া, আমলাপাড়া এলাকার বলাই মিয়ার পুত্র দিপু মিয়া, ভবানিপুর গ্রামের হাজী আবু মিয়ার পুত্র মুজিবুর মিয়া, একই এলাকার মিলন মিয়ার পুত্র ওলি মিয়া ও একই এলাকার বাদশা মিয়ার পুত্র ইমরান ।
এ-বিষয়ে ভৈরব থানার ওসি মো. মোখলেছুর রহমান জানান, পুলিশের বিশেষ অভিযানে পৃথক মামলায় পিতাপুত্রসহ বিভিন্ন মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত ৭ আসামিকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে ।
Leave a Reply